কলকাতা: 'রাজ্য পুলিশের উপর ভরসা করা যাবে না, কারণ রাজ্য পুলিশ তৃণমূল সরকারের (TMC Government) দালালি করবে', পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা হতেই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (PCC President Adhir Ranjan Chowdhury)।
নিরাপত্তার দায়িত্বে কে?
এদিন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই হইচই পড়ে যায়। রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী, কাকে দিয়ে ভোট করানো হবে? এই নিয়েই প্রশ্ন শুরু হয়। রাজ্য নির্বাচন কমিশন জানায়, এই ব্যাপারে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত। তবে এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে কমিশন। রাজ্য পুলিশের উপর যে ভরসা করা যাবে না, সেই বিষয়টি প্রায় স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কার্যত একসুর রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, '৩ হাজার পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কাগজের ব্যালটবাক্স রক্ষা করতে পারছে না, আর তারা এত বড় নির্বাচন একদফায় করে দেবে? নির্লজ্জতা, দখলদারির একটা সীমা থাকে।' এই পুলিশকে দিয়ে কোনও নির্বাচন সম্ভব নয়। তাঁর আক্রমণ, 'মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই নির্বাচন করে নেওয়া হয়েছে।' তাঁরও মত, এই পুলিশ দিয়ে যখন সম্ভব নয়, তখন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে।
আজ ঘোষণা...
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, ১১ জুলাই গণনা, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশ। ঠিক ১ মাসের মাথাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবং এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কাল থেকে মনোনয়ন শুরু, শেষদিন ১৫ জুন। আগামী ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ত্রিস্তর নয়, দার্জিলিং, কালিম্পঙে দ্বিস্তরীয় ভোট। অনলাইনে পেশ করা যাবে পঞ্চায়েতের মনোনয়ন? সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল কমিশন। জানানো হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ পরিস্থিতি তৈরি হলে ভাবব, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনারের। আজ থেকেই লাগু আদর্শ আচরণবিধি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ মে, রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। তবে সে বারের ভোট ঘিরে বিস্তর অশান্তির কথা শোনা যায়। এ বারের নির্বাচনে জেলা পরিষদের ৯২৮টি আসনে কবে ভোট হবে। ৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনে ভোট নেওয়ার কথা। ৩ ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট হবে।
আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার