বারাসাতের অন্যতম সেরা স্কুল Adamas World School, প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। এটি একটি Co-educated (ছেলে-মেয়ে একসঙ্গে) CBSE বোর্ডের স্কুল। কলকাতার পূর্ব দিকের কাছে সবুজ পরিবেশে স্কুলটি গড়ে উঠেছে Sachis Kiron Roy Memorial Trust-এর উদ্যোগে। ১২০ একর সবুজ, পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশের মধ্যে এই স্কুলের ক্যাম্পাস। এটি Adamas Knowledge City-এর বড় সবুজ ক্যাম্পাসের অংশ, যেখানে আছে সুন্দর বাগান, খেলার মাঠ এবং প্রশস্ত পরিষ্কার পথ। শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি ও আধুনিক ব্যবস্থার কারণে এখানে পড়াশোনা করার অভিজ্ঞতা খুবই ভালো।

Continues below advertisement

স্কুল ভবনটি তিনতলা। প্রশস্ত করিডোর, বড়, আলো-হাওয়া চলাচলযোগ্য শ্রেণিকক্ষ এবং বইয়ে ভরা একটি ভালো লাইব্রেরি রয়েছে। এখানে আরও রয়েছে—

  • Mathematics Laboratory, যা যুক্তি-বিশ্লেষণের দক্ষতা বাড়ায়
  • Biological Laboratory, যা প্রাকৃতিক বিজ্ঞান শেখায়
  • Physics Laboratory, যা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেখায়
  • Chemistry Laboratory, যেখানে হাতে-কলমে পরীক্ষা করা যায়
  • Computer Laboratory, যা প্রযুক্তি শেখার সুযোগ দেয়

এছাড়াও স্কুলে একটি ইনফার্মারি আছে, যেখানে প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় ওষুধ সবসময় পাওয়া যায়।

Continues below advertisement

খেলাধুলার জন্য স্কুলের দু’পাশে বড় বড় মাঠ রয়েছে। স্কুলটি শিশুদের শারীরিক, মানসিক এবং সামগ্রিক উন্নতির দিকে গুরুত্ব দেয়, যাতে তারা ভবিষ্যতে দায়িত্বশীল ও ভালো মানুষ হতে পারে।

Adamas World School-এর বিশেষত্ব:

NEET ও JEE পড়াশোনার জন্য আলাদা পরিকল্পিত curriculum।

১২০+ একর সবুজ নিরাপদ ক্যাম্পাস।

আধুনিক ভবন ও অত্যাধুনিক Laboratory।

দক্ষতা-ভিত্তিক শিক্ষা এবং স্মার্ট ক্লাসরুম।

হোস্টেল সুবিধা—

  • ছেলেমেয়ে আলাদা হোস্টেল ও ২৪ ঘণ্টা নিরাপত্তা।
  • ক্যাম্পাসে ডাক্তার এবং ২৪ ঘণ্টা ইনফার্মারি।
  • পুরোপুরি এয়ার-কন্ডিশন্ড ডরমিটরি ও লন্ড্রি সুবিধা।
  • অভিজ্ঞ ওয়ার্ডেন ও শিক্ষকরা ছাত্রছাত্রীদের দেখভাল করেন।
  • পুষ্টিবিদের পরামর্শে স্বাস্থ্যকর খাবারের মেনু।

ভর্তি লিংক: https://adamasworldschool.org/cbse/admission/

ডিসক্লেমার - প্রতিবেদনটি এবিপি লাইভ ও এবিপি নেটওয়ার্ক কর্তৃক সম্পাদিত নয়

Disclaimer: This is a sponsored article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.


Education Loan Information:

Calculate Education Loan EMI