IPS Manoj Sharma:  মনোজ কুমার শর্মার (Manoj Kumar Sharma) কাহিনি তো এখন অনেকেই জানেন। একজন সামান্য অটোচালক, আটা চাকির কর্মী থেকে কীভাবে কঠোর পরিশ্রম আর কঠিন সংকল্পে দেশের সবথেকে কঠিন পরীক্ষা আইপিএস (IPS) অফিসার হয়ে ওঠেন, সেই কাহিনি আবার উঠে এসেছে সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি '12th Fail'-এও। ছবিতে দেখা গিয়েছিল মনোজকে প্রথম দিল্লিতে নিয়ে আসেন 'প্রীতম পাণ্ডে' নামের এক যুবক। তিনি না থাকলে দিল্লিতে এসে মনোজের পড়াশোনা করাও হত না, আবার মনোজের কাহিনি সারা দুনিয়া জানতেও পারত না এই পাণ্ডে না থাকলে। কিন্তু জানেন কি বাস্তবে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনে 'পাণ্ডে' কে?


বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) ছবি '12th Fail' যে উপন্যাসের কাহিনির উপর নির্মিত সেই কাহিনির স্রষ্টা অনুরাগ পাঠক। আর সেই অনুরাগ পাঠকই (Anurag Pathak) মনোজের জীবনের আসল 'পাণ্ডে'। সম্প্রতি ইনস্টাগ্রামে মনোজ এবং শ্রদ্ধা যোশীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অনুরাগ পাঠক আর মুহূর্তের মধ্যেই তা রীতিমত ভাইরাল হয়ে পড়ে।


অনুরাগ পাঠক কে ?


গোয়ালিয়রে বড় হয়ে উঠেছেন অনুরাগ, বর্তমানে যদিও তিনি ইন্দোরে থাকেন। হিন্দি সাহিত্যে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অনুরাগ পাঠক (Anurag Pathak)। এর পাশাপাশি তাঁর গল্প বলার অদ্ভুত মুন্সিয়ানার কারণে অনুরাগ পাঠক জনপ্রিয় হয়ে উঠেছেন। '12th Fail', 'WhatsApp par Kranti' এই বইগুলি তাঁর গল্প বলার মুন্সিয়ানার প্রমাণ বহন করে।



একটি সাক্ষাৎকারে আইপিএস মনোজ কুমার শর্মা (Manoj Kumar Sharma) জানান, অনুরাগ পাঠক আদপে একজন সত্যিকারের বন্ধু। তাঁর মত করে মনোজের জীবনে আর কেউ এতটা সাহায্য করেননি কখনও। মনোজের কথায়, 'অনেকসময় অনুরাগ আমাকে ওর মানিব্যাগ হাতে দিয়ে সেখান থেকে আবার ৮ টাকা চাইত চাউমিন খাওয়ার বিল মেটানোর জন্য।'


'12th Fail' ছবিতে প্রীতম পাণ্ডের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, অনন্ত ভি যোশী এই চরিত্রে অভিনয় করেছিলেন। তিনিই মনোজকে UPSC-র এই বিশাল দুনিয়ার সঙ্গে পরিচয় করান। মনোজের IPS অফিসার হয়ে ওঠার পথে তাঁর ভূমিকাও কম কিছু ছিল না। এই ছবির কথক মূলত পাণ্ডেই (Real Pandey) যেখানে মূল উপন্যাসে কথক অনুরাগ পাঠক নিজে। মনোজ কুমার শর্মার জীবনে তিনিই যে বাস্তবের 'পাণ্ডে' !


আরও পড়ুন: IAS Success Story: দিনে মাত্র ৬ ঘণ্টা পড়েই সাফল্য ! ২২ বছরে UPSC জয় দার্জিলিংয়ের স্মিতার


Education Loan Information:

Calculate Education Loan EMI