নয়াদিল্লি: সংসদ টেলিভিশনে কাজের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হচ্ছে। এক বছরের জন্য বিভিন্ন পদে এই কর্মীদের নিয়োগ করা হবে। পরে কাজ দেখে চুক্তি নবীকরণ করবে কর্তৃপক্ষ। 


কীভাবে আবেদন করবেন ?


সংসদ টেলিভিশনের ৩৯ পদে আবেদনের জন্য Email-ID sansadtvadvt@gmail.com.-এ দরখাস্ত জমা দিতে হবে আবেদনকারীকে। সেখানে আবেদনের সঙ্গে যোগ্যতার স্ক্যান কপি জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। কাজের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার ২১ দিনের মধ্যে এই আবেদন ই-মেলের মাধ্যমে জমা দিতে হবে আবেদনকারীকে। সংসদের সরকারি ওয়েবসাইটে গত ৭ জুলাই এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।


কোন কোন পদে নিয়োগ ?


সংসদ টেলিভিশনে এইচআর ম্যানেজার, ডিজিটাল হেড, সিনিয়র প্রোডিউসার (ইংলিশ),গ্রাফিক্স প্রোমো জিএফএক্স আর্টিস্ট, গ্রাফিক্স স্কেচ আর্টিস্ট, প্রোমো এডিটর, সিনিয়র সোশ্যাল মিডিয়া কনটেন্ট রাইটার (বাইলিঙ্গুয়াল), ওয়েবসাইট ম্যানেজার পদে নিয়োগ করবে সংসদ টেলিভিশন। এইসব পদগুলিতে একজন করে নিয়োগ করা হবে।


যদিও অ্যাঙ্কর/প্রোডিউসার (ইংলিশ), প্রোডিউসার (ইংলিশ), গ্রাফিক্স জিএফএক্স আর্টিস্ট, সিনিয়র ভিডিয়ো এডিটর, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ম্যানেজার পদে দুজন করে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এ ছাড়াও গ্রাফিক্স প্যানেল জিএফএক্স অপারেটর ও সুইচার পদে ৩জনকে নিয়োগ করা হবে। এর বাইরে কনটেন্ট রাইটারের জন্য রয়েছে ৪টে পদ। যার মধ্যে হিন্দি ও ইংরেজি লেখার জন্য ২জন করে বাছাই প্রার্থী নেওয়া হবে। বাকি ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার পদে নিয়োগ করা হবে ৫জন আবেদনকারীকে। এ ছাড়াও ৬জন ভিডিয়ো এডিটর নিয়োগ 
হবে সংসদ টেলিভিশনে।


বয়স সীমা


সংসদ টেলিভিশনে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স (৩৫-৫০)-এর মধ্যে হতে হবে। বিশদে জানতে আবেদনকারীদের http://loksabhaph.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে। তবে এই চুক্তিভিত্তিক চাকরির বিষয়ে সবিস্তারে জানতে পারবেন তাঁরা। যেখানে চাকরিপ্রার্থীর প্রতিটা পদে আবেদনের জন্য যোগ্যতা দেওয়া রয়েছে। প্রথমে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই কাজ করতে পারবেন কনসালটেন্ট বা প্রফেশনালসরা। কাজ পছন্দ না হলে তাদের যেকোনও সময় সরিয়ে দিতে পারবে কর্তৃপক্ষ। 


Education Loan Information:

Calculate Education Loan EMI