Job News: ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। আজই আবেদনের শেষ দিন। ১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন আবেদনকারীরা। এখনও যাঁরা আবেদন করেননি, দ্রুত করে ফেলুন। সময় বাকি আর মাত্র কয়েক ঘণ্টাই। ব্যাঙ্ক অফ বরোদা এই নিয়োগের মাধ্যমে প্রায় ২৭০০ শূন্যপদ পূরণ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। 

Continues below advertisement

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন 

জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাস (ওবিসি) আবেদনকারীদের জন্য ৮০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ৪০০ টাকা। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি শ্রেণির আবেদনকারীদের কোনও প্রকার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে বাকি খুঁটিনাটি যাবতীয় তথ্য পাওয়া যাবে। 

Continues below advertisement

কারা আবেদন করতে পারবেন, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হওয়া জরুরি 

আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও পরিচিত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি পেতে হবে। আর যেকোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। অথবা এর সমতুল্য কোনও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর বয়স ২০ বছরের কম এবং ২৮ বছরের বেশি হওয়া চলবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে বেছে নেওয়া হবে যোগ্যদের 

অনলাইন পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই অনলাইন পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। মোট সময় থাকবে ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টা। অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে। অর্থাৎ একটা প্রশ্নের জন্য বেশ কয়েকটি উত্তরের অপশন থাকবে। তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। তবে ভুল উত্তর দিলেও কোনও নেগেটিভ মার্কিং হবে না, অর্থাৎ নম্বর বাদ যাবে না।                             

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI