নয়াদিল্লি: প্রচুর পদে নিয়োগের ঘোষণা করেছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।আগামী ৭ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড Broadcast Engineering Consultants India Limited (BECIL)-এ সব মিলিয়ে ১০৩ জন কর্মী নিয়োগ করা হবে। শীঘ্রই কোম্পানিতে হ্যান্ডিম্যান/লোডার (Handyman/ Loader) ডেটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator), সুপারভাইজার(Supervisor), সিনিয়র সুপারভাইজর(Senior Supervisor) নিয়োগ করা হবে।
কোন পদে কত নিয়োগহ্যান্ডিম্যান/লোডার-৬৭টি পদশিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ ও এক বছরের কার্গোতে লোডারের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন এই পদে।বয়স সীমা- অনূর্ধ্ব ৪৫ বছর
ডেটা এন্ট্রি অপারেটর-৭ জনশিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে স্নাতক হতে হবে। এছাড়াও অসামরিক বিমান পরিবহণ বা কার্গো ইন্ডাস্ট্রিতে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরিপ্রার্থীকে।সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যিক।বয়স সীমা- অনূর্ধ্ব ৩০ বছর
সুপারভাইজার-৩০টি পদশিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে স্নাতক হতে হবে। এছাড়াও অসামরিক বিমান পরিবহণ বা কার্গো ইন্ডাস্ট্রিতে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরিপ্রার্থীকে।সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যিক।বয়স সীমা- অনূর্ধ্ব ৩০ বছর
সিনিয়র সুপারভাইজার-৯টি পদশিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমপক্ষে স্নাতক হতে হবে। এছাড়াও অসামরিক বিমান পরিবহণ বা কার্গো ইন্ডাস্ট্রিতে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরিপ্রার্থীকে।সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যিক।বয়স সীমা- অনূর্ধ্ব ৩০ বছর
কীভাবে আবেদন করবেন ?এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে Broadcast Engineering Consultants India Limited (BECIL)—এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.becil.com-এ যোগাযোগ করতে হবে। আগামী ৭ অক্টোবর আবেদনের শেষ তারিখ।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI