Bihar Police Constable Recruitment: কেন্দ্রীয় নির্বাচন বোর্ড (CSBC) পুলিশ কনস্টেবল পদের জন্য বিপুল সংখ্যক নিয়োগ করতে চলেছে। মঙ্গলবার এই নিয়োগের ঘোষণা দিয়ে কাউন্সিলের চেয়ারম্যান জিতেন্দ্র কুমার (Recruitment News) বলেছেন যে মোট ১৯,৮৩৮টি পদের জন্য আবেদন করা যাবে। এর মধ্যে ৬০১৭টি পদ সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। বড় নিয়োগ (Police Constable Recruitment) হবে এবার বিহারে।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া এবং আবেদন করা যাবে ১৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের আওতায় শারীরিক, মানসিক এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

কোন প্রার্থীদের জন্য কত পদ সংরক্ষিত

এই বিহার পুলিশ কনস্টেবল পদের নিয়োগের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীর সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

অসংরক্ষিত প্রার্থীদের জন্য – ৭৯৩৫টি পদ

ইডব্লিউএস প্রার্থীদের জন্য – ১৯৮৩টি পদ

এসসি গোষ্ঠীর জন্য – ৩১৭৪টি পদ

এসটি গোষ্ঠীর জন্য – ১৯৯টি পদ

অনগ্রসর শ্রেণির জন্য – ৩৫৭১টি পদ

ওবিসি-বি জাতির জন্য – ২৩৮১টি পদ

অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য – ৫৯৫টি পদ

ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য – ৫৩টি পদ

মহিলাদের জন্য পৃথক সংরক্ষণ থাকবে

বিহার পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য ৬৭১৭টি পদ সংরক্ষিত রাখা হয়েছে মহিলাদের জন্য। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের আশ্রিতদের জন্য সংরক্ষিত রয়েছে ৩৯৭টি পদ।

হোমগার্ডদের জন্য বিশেষ ব্যবস্থা

এই পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বিহারের হোমগার্ডদের জন্য সংরক্ষিত থাকবে ৫০ শতাংশ আসন। এই নিয়োগ রাজ্য পুলিশ বাহিনীতে নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেবে। পুলিশ পরিষেবায় কর্মজীবন গড়তে চায়, এমন যুবক-যুবতীদের জন্য এটি বড় সুযোগ। প্রার্থীদের সমস্ত যোগ্যতার মানদণ্ড ভালভাবে পড়ে নিতে হবে। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরও তথ্য উৎসাহী প্রার্থীরা জানতে পারবেন কেন্দ্রীয় নির্বাচন বোর্ডের অফিসিয়াল সাইটে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে অ্যাসিসট্যান্ট কম্যানড্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫৭টি। আগামী ২৫ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন: ITBP Recruitment 2025: 'স্পোর্টস কোটায়' নিয়োগ হতে চলেছে আইটিবিপি- তে, শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI