BPSC Aspirants Protest: পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে শুক্রবার। জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir Arrested) এই প্রার্থীদের সমর্থনে সামিল হয়েছিলেন মিছিলে। পাটনার গর্দনীবাগ প্রতিবাদ জমায়েতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন খান স্যার (Khan Sir)। আর এখানে এসেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান যে কমিশনের উপর তাঁর আর কোনো আস্থা নেই। তবে যতক্ষণ না পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি এক পাও নড়বেন না এই জমায়েতস্থল থেকে। আর এই প্রতিবাদ জমায়েতে সামিল হতেই ঐ জায়গা থেকেই পাটনা পুলিশ গ্রেফতার করে খান স্যারকে। ভিড়ের মধ্যে থেকে গর্দনীবাগ থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। আরও কী জানালেন তিনি ?


এদিন হাজার হাজার পরীক্ষার্থী কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত হয়েছিলেন। বিক্ষোভে সামিল হয়েছিলেন সকলে। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও একটাই সেট, একটাই শিফট এবং একটাই পরীক্ষা আয়োজন করা এবং পরীক্ষা পদ্ধতি আগের মত স্বাভাবিক করার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এই পরীক্ষার্থীদের উপরেই লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে সামিল হন খান স্যার (Khan Sir Arrested), পরীক্ষার্থীদের দাবিকে সমর্থন জানান তিনিও। আবারও স্বাভাবিক নিয়মে বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা।



প্রতিবাদ মিছিলে জমায়েতে সামিল হয়ে সংবাদমাধ্যমে এদিন খান স্যার স্পষ্ট জানান যে বিহার পাবলিক সার্ভিস কমিশন আদপেই সম্পূর্ণ মিথ্যাচার করছে। প্রার্থীদের উপর বলপ্রয়োগ করে সরকার অন্যায় করেছে। কমিশনের অধ্যক্ষ কেন শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলেননি এতদিন ? আর তিনি কথা না বলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানান খান স্যার। একইসঙ্গে দাবি জানান খান স্যার (Khan Sir Arrested) যে, বিপিএসসি পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে এবং যে সমস্ত ক্ষেত্রে সার্ভারে সমস্যার কারণে প্রার্থীরা ফর্মপূরণ করতেই পারেননি তাদের আবেদনের জন্য আরও অতিরিক্ত একদিন সময় দিতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bihar Govt. Teacher: দিনে সরকারি স্কুলের শিক্ষক, রাতে জোমাটোর ডেলিভারি বয়- অমিতের 'জীবনযুদ্ধ' চোখে জল আনবে



Education Loan Information:

Calculate Education Loan EMI