সিউড়ি: বীরভূমের(Birbhum) সিউড়ি পুরসভায় (Suri Municipality)মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে পুরসভার অফিসে এই পদের জন্য আবেদন করা যাবে। এক বছরের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
কত জন নিয়োগ
সিউড়ি পুরসভার (Suri Municipality) তরফে জানানো হয়েছে, কেবল ৫জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করবে কর্তৃপক্ষ।সাম্মানিক স্বাস্থ্যকর্মী Honorary Health Worker (HHW)পদে কেবল মহিলারাই আবেদন করতে পারবেন । বিবাহিত, ডিভোর্সি ও বিধাবাদেরই(married/ divorced/ widow)এই কাজে নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে এই মহিলাদের অবশ্যই সিউড়ি পুরসভার বাসিন্দা হতে হবে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ও প্রামাণ্য নথিসহ আবেদনপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সিউড়ি পুরসভায় পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই সাম্মানিক স্বাস্থ্যকর্মী Honorary Health Worker (HHW)পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
চাকরিপ্রার্থীর বয়স সীমা
স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এই ক্ষেত্রে SC/STদের জন্য বয়স সীমায় ৫ বছরে ছাড় দেওয়া হয়েছে। একই ভাবে OBC বয়সের ঊর্ধবসীমা তিন বছরের ছাড় দিয়েছে কর্তৃপক্ষ।সরকারি নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সিউড়ি পুরসভা।
প্রতি মাসে বেতন
এক বছরের চুক্তির ভিত্তিতে এই মহিলা স্বাস্থ্যকর্মীদের মাসে ৪৫০০ টাকা করে দেওয়া হবে। কাজে সন্তুষ্ট হলে পরবর্তীকালে আরও মেয়াদ বৃদ্ধি করতে পারে সিউড়ি পুরসভা।
কীভাবে করবেন আবেদন ?
চাকরির বিষয়ে বিশদে জানতে http://www.birbhum.gov.in-এ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের। সেখানেই ইন্টারভিউয়ের তারিখ সম্পর্কে জানানো হবে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে চাকরিপ্রার্থীদের সিউড়ি পুরসভায় শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রামাণ্য নথি ও অভিজ্ঞতার শংসাপত্র সহযোগে আবেদন জমা দিতে হবে।
Official website of Suri Municipality, Birbhum — http://www.birbhum.gov.in
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI