Jobs In BSF: বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF)বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিষয়ে আগ্রহী প্রার্থীরা চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট bsf.gov.in -এ গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। এই নিয়োগ অভিযানের মাধ্যমে সিনিয়র এয়ারক্রাফ্ট মেকানিকসহ অনেক পদে নিয়োগ হবে। প্রার্থীরা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৩০ দিন পর্যন্ত এই পদগুলিতে আবেদন করতে পারবেন।


BSF Recruitment 2022: এখানে শূন্যপদের বিশদ বিবরণ রয়েছে


বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ অভিযানের মাধ্যমে সিনিয়র এয়ারক্রাফ্ট মেকানিকের ১০টি, সিনিয়র রেডিও মেকানিকের ৬টি, সহকারি রেডিও মেকানিকের ১টি পদে নিয়োগ হবে। এ ছাড়াও সিনিয়র ফ্লাইট গানারের ৫টি, জুনিয়র ফ্লাইট গানারের ৪টি, জুনিয়র ফ্লাইট ইঞ্জিনিয়ারের ৭টি পদে ইন্সপেক্টর/স্টোর ম্যানের ৩টি পদ রয়েছে। বাকি সাব ইন্সপেক্টরের ৪টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।


Jobs In BSF: বেতন কাঠামো
এই নিয়োগের অধীনে সিনিয়র এয়ারক্রাফ্ট মেকানিক, সিনিয়র রেডিও মেকানিক, সিনিয়র ফ্লাইট গানার এবং ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীদের পে-স্কেল ৭ এর আওতায় বেতন দেওয়া হবে। জুনিয়র ফ্লাইট গানার, জুনিয়র ফ্লাইট ইঞ্জিনিয়ার ও সাব ইন্সপেক্টর পদের জন্য লেভেল ৬ ও অন্যান্য পদের জন্য লেভেল ৫ এর অধীনে বেতন পাওয়া যাবে।


BSF Recruitment 2022: কীভাবে আবেদন করবেন ? 


আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই নিয়োগের জন্য নির্ধারিত ফরম্যাটে অন্যান্য প্রয়োজনীয় নথি দিয়ে আবেদনপত্র পাঠাতে হবে। সেই ক্ষেত্রে এই আবেদন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, হেডকোয়ার্টার ডিজি বিএসএফ, ব্লক নং ১০, সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি, পিন - ১১০০০৩-তে পাঠাতে হবে। এই বিষয়ে কোনও ধরনের প্রশ্ন থাকলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। সেখানেই যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।



 


আরও পড়ুন : Fixed Deposit Interest Rate: স্টেট ব্যাঙ্ক বনাম পোস্ট অফিস , ফিক্সড ডিপোজিটে কে দিচ্ছে বেশি সুদ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI