Jobs Update: বর্ডার সিকিউরিটি পোস্টে (BSF)চাকরি করতে চাইলে এটাই হতে পারে সেরা সুযোগ । কিছুদিন আগেই কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসএফ। এই পদগুলিতে আবেদন করতে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিন।


BSF Jobs 2023: এই চাকরির গুরুত্বপূর্ণ তারিখ
গত ২৭ ফেব্রুয়ারি থেকে চলছে এই নিয়োগ। এই পদে আবেদনের শেষ তারিখও এগিয়ে এসেছে৷ তাই যেসব প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চান, কিন্তু কোনও কারণে এখনও ফরম পূরণ করতে পারেননি, তারা এখনই আবেদন করুন। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য আবেদন করার শেষ তারিখ ২৭ মার্চ ২০২৩ রাখা হয়েছে। এই আবেদনগুলির সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় বিবরণ নিচে জেনে নিন।


BSF Jobs 2023: এখানে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানুন
১ এই পদের বিজ্ঞাপনটি ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
২ এই শূন্যপদগুলির বিশেষত্ব হল, যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দশম পাস প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারেন।
৩ অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত বিজ্ঞপ্তি থেকে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি পেয়ে যাবেন। 
৪ এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
৫ এই নিয়োগ অভিযানের মাধ্যমে কনস্টেবল ট্রেডসম্যানের মোট ১২৮৪ টি পদ পূরণ করা হবে।
৬ বিএসএফ-এর পদে নিয়োগের জন্য কেবল অনলাইনে আবেদন করা যাবে। এই কাজ করতে প্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার ঠিকানা হল – rectt.bsf.gov.in।
৭ কনস্টেবল ট্রেডসম্যানের মোট ১২৮৪টি শূন্যপদের মধ্যে ১২২০টি পদ পুরুষ কনস্টেবল ও ৬৪টি পদ মহিলা কনস্টেবলদের জন্য রাখ হয়েছে।
৮ নির্বাচিত প্রার্থীরা বেতন কাঠামোর স্তর -৩ অনুযায়ী বেতন স্কেলে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা মাসিক বেতন পাবেন।
৯ এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য উপলব্ধ অন্যান্য সুবিধাও এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীদের দেওয়া হবে।
১০ এসব পদ বাছাইয়ের জন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এই CBT পরীক্ষায় ১০০ টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষা হিন্দি,  ইংরেজি উভয় ভাষাতেই হবে।সাধারণ বিভাগের জন্য আবেদন ফি ১০০ টাকা। সংরক্ষিত বিভাগ ও মহিলা প্রার্থীদের এই পরীক্ষায় বসতে কোনও ধরনের ফি দিতে হবে না।


Aadhaar Update: এবার বিনামূল্যে আপডেট করতে পারবেন আধার, ৩ মাসের জন্য পাবেন সুবিধা


Education Loan Information:

Calculate Education Loan EMI