CBSE Results: প্রতিবার মে মাসের শুরুর দিকেই প্রকাশিত হয় CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। আজ ১৩ মে প্রকাশ পেয়েছে সিবিএসই-র (CBSE 10th Results) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। তবে এখনও দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়নি। আগে ধারণা করা হয়েছিল যে ২০ মে-র পরে প্রকাশ পেতে পারে এই ফলাফল, কিন্তু তাঁর আগেই আজ দ্বাদশের ফলাফল প্রকাশ্যে। এমনও ধারণা করা হয়েছিল যে একইদিনে দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশ পাবে। তবে কি আজই বেরোবে দশমের ফলাফল ?
বিভিন্ন ওয়েবসাইটে এই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE 10th Results) দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি হল - cbseresults.nic.in, results.cbse.nic.in and cbse.gov.in। তবে এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারা যাবে। এর মধ্যে cbse.nic.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, digilocker.gov.in, results.gov.in।
বলা হচ্ছে আজ বেলা ১২টা থেকে ১টার মধ্যেই প্রকাশিত হবে সিবিএসই দশমের ফলাফল। এর জন্য এখন থেকে Umang ও DigiLocker অ্যাপে দেখানো হচ্ছে 'Results Soon' আপডেট। ডিজিলকারে ৬ সংখ্যার একটি পিনের সাহায্যে সহজেই ঘরে বসে দেখা যাবে নিজের ফলাফল। এই পিন স্কুলের তরফ থেকে প্রতি ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে।
ডিজিলকারে ফল দেখবেন কীভাবে
প্রথমে ডিজিলকার অ্যাপে বা ওয়েবসাইটে ঢুকে যেতে হবে CBSE সার্ভিসেস ট্যাবে। তারপর ক্লিক করতে হবে 'Get Started with Your Account Confirmation' ট্যাবে। তারপর স্কুলের কোড ও রোল নম্বর এবং পরে ৬ সংখ্যার পিন বসাতে হবে ছাত্র-ছাত্রীদের। মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি বসিয়ে রেজিস্টার করে নিতে হবে ডিজিলকার অ্যাকাউন্টে। তারপর যখনই ফলাফল প্রকাশিত হবে নোটিফিকেশন যাবে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছে। তখন ডিজিলকারে সাইন ইন করে নিজের তথ্য দিয়ে রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন আপনি।
সিবিএসই দশমের পরীক্ষায় ৩৩ শতাংশ নম্বর পেলেই পাশ করতে পারবেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষার ফলাফল জানার জন্য হাতের কাছে রাখতে হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্মের প্রমাণপত্র এবং মোবাইল ফোন।
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল কীভাবে
এর জন্য আপনাকে প্রথমেই সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
তারপর CBSE Results 2024 লিঙ্কে ক্লিক করতে হবে।
লগ ইন করতে হবে নিজের তথ্য দিয়ে।
রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর বসাতে হবে আপনাকে।
এরপর আপনাকে সিবিএসই ক্লাস ১০, সিবিএসই ১২ লিঙ্কে ক্লিক করতে হবে।
তারপরেই স্ক্রিনে দেখা যাবে আপনার রেজাল্ট।
আরও পড়ুন: CBSE 12th Result 2024: CBSE ক্লাস টুয়েলভের রেজাল্ট, বাড়ল পাশের হার; কীভাবে দেখবেন রেজ়াল্ট
Education Loan Information:
Calculate Education Loan EMI