CBSE Subject Choice: অ্যাকাডেমিক স্তরে ফ্লেক্সিবিলিটি আনার জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি নতুন একটি নিয়ম এনে সিবিএসই জানিয়েছে (CBSE) যে সমস্ত শিক্ষার্থীরা দশম শ্রেণিতে বেসিক ম্যাথ পড়েছিলেন, তারা চাইলেই একাদশ শ্রেণিতে স্ট্যান্ডার্ড ম্যাথকে বিষয় হিসেবে নির্বাচন করতে পারবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এই নিয়ম (CBSE Syllabus) কার্যকর হবে বলে জানানো হয়েছে। কোভিড মহামারি চলার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এবার প্রথম এই সিদ্ধান্তকে অনুমোদন জানানো হল।

দুই স্তরে গণিত শিক্ষা

২০২০ সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে দুই স্তরের গণিত আনা হয় পাঠক্রমে। মূলত এটি চালু করা সেকেন্ডারি স্কুল পরীক্ষার জন্য। দুটি গণিত স্তর নির্ধারণ করা হয়েছিল – গণিত (স্ট্যান্ডার্ড) ও গণিত (বেসিক)। সিনিয়র সেকেন্ডারি স্তরে পড়াশোনার জন্য নির্ধারিত হয়েছে গণিত (স্ট্যান্ডার্ড) এবং আর যারা উচ্চশিক্ষায় গণিত নিতে ইচ্ছুক নন, তাদের জন্য গণিত (বেসিক)।

নীতি বদল সিবিএসই-র

শিক্ষাক্ষেত্রের চেহারা যেভাবে দ্রুত বদলে যাচ্ছে আর তাতে বৃহত্তর অ্যাকাডেমিক ফ্লেক্সিবিলিটির প্রয়োজনে সিবিএসই এই ছাড় অনুমোদন করেছে যে বেসিক ম্যাথের শিক্ষার্থীরা চাইলে একাদশ শ্রেণিতে স্ট্যান্ডার্ড ম্যাথ নিতে পারেন বিষয় হিসেবে। তবে এই বিষয় নির্বাচন স্কুলের অধ্যক্ষ এবং স্কুলপ্রধানের উপর নির্ভর করছে। তারা নির্ণয় করবে যে শিক্ষার্থী আদৌ এই গণিত স্তরের জন্য মেধাগতভাবে প্রস্তুত কিনা। সিবিএসই এও জোর দিয়েছে জানিয়েছে যে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদের তালিকায় একবার বিষয় নির্বাচন চূড়ান্ত হয়ে গেলে আর কোনও বদল করা যাবে না। আর তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভেবে-চিন্তে বিষয় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে।

এই নীতি বদলের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং তাদের অ্যাকাডেমিক গতিপথ অনেক মসৃণ হবে। যারা প্রথমে বেসিক ম্যাথ নির্বাচন করেছিলেন দশম শ্রেণিতে তারা যদি পরবর্তীকালে এই বিষয়ের উপরে আরও গভীর জ্ঞান অর্জন করতে চায়, সেক্ষেত্রে এই নীতি তাদের অনেক সহায়তা করবে। বদলে যাওয়া শিক্ষাগত আগ্রহের নিরিখে বিষয় বদলে ছাড় দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।  

বিগত ১৩ মে পরপর সিবিএসইর দ্বাদশ ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আর এই দুই পরীক্ষার ফলাফলেই দেখা গিয়েছে মেধাতালিকায় ছেলেদের পিছিয়ে দিয়েছে মেয়েরা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI