কলকাতা: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হল। ১৭ জানুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের আবেদন জানানোর শেষ তারিখ আগামীকাল। অর্থাৎ ৬ ফেব্রুয়ারি। মোট শূন্যপদের 


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Application Dates)



  • আবেদন শুরু - ১৭ জানুয়ারি

  • আবেদন শেষ - ৬ ফেব্রুয়ারি

  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ - ৬ ফেব্রুয়ারি

  • পরীক্ষার তারিখ - ১৭ ফেব্রুয়ারি

  • অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ -  পরীক্ষার আগে ঘোষণা করা হবে, নজর রাখতে হবে অফিসিয়াল সাইটে।


আবেদন প্রক্রিয়া (How to Apply)



  • আবেদনের আগে বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

  • বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করতে হবে।

  • এর পর প্রাথমিক তথ্য আপডেট করতে হবে।

  • এর পর যোগ্যতা সংক্রান্ত সমস্ত নথি, আইডি প্রুফ, ঠিকানার তথ্য আপলোড করতে হবে।

  • সাবমিট করার আগে একবার সব তথ্য যাচাই করে নিতে হবে। কারণ আবেদনের পর আর পাল্টানো যাবে না। 

  • সাবমিট করা হয়ে গেলে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। 

  • এর একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রেখে দিতে পারেন।


কারা আবেদন করতে পারবেন (Who Can Apply) ?


বয়সগত যোগ্যতা - ন্যূনতম বয়স ১৭.৫ বছর ও সর্বোচ্চ বয়স ২১ বছর হতে পারবে। 


শিক্ষাগত যোগ্যতা - 



  • অঙ্ক, পদার্থবিদ্যা ও ইংরেজি নিয়ে ১২ ক্লাস পাশ করতে হবে। অন্তত ৫০ শতাংশ মার্কস থাকা চাই। ইংরেজিতে আলাদা করে ৫০ শতাংশ মার্কস চাই। অথবা

  • ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে (মেকানিকাল,ইলেক্ট্রিকাল,ইলেকট্রনিকস, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেশন টেকনোলজি)। অন্তত ৫০ শতাংশ মার্কস থাকা চাই। ইংরেজিতে আলাদা করে ৫০ শতাংশ মার্কস চাই। অথবা

  • বোর্ড স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের ভোকেশনাল কোর্স করা থাকতে হবে। পাশাপাশি দুটি নন ভোকেশনাল বিষয়  পদার্থবিদ্যা ও অঙ্ক থাকতে হবে। অন্তত ৫০ শতাংশ মার্কস থাকা চাই। ইংরেজিতে আলাদা করে ৫০ শতাংশ মার্কস চাই।

  • বিজ্ঞানের বিষয় ছাড়াও অগ্নিবীরে বায়ুসেনায় নিয়োগ করা হবে। এর জন্য় বিজ্ঞপ্তি দেখতে হবে। 


স্বাস্থ্যগত যোগ্যতা  - অঞ্চল ভিত্তিতে একেকরকম উচ্চতা ও বুকের ছাতির বেধ নির্ধারণ করা হয়েছে এই পদের জন্য। বিশদে জানার জন্য় বিজ্ঞপ্তি দেখতে হবে। 


আবেদনের খরচ (application fees)



  • অসংরক্ষিত, ওবিসি ও ইডব্লিউএস - ৫৫০ টাকা

  • এসসি, এসটি - ৫৫০ টাকা


আরও পড়ুন - JEE Main Exam 2024: JEE Main Session 2-এ শুরু আবেদন ! কবে শেষ তারিখ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI