কলকাতা: ভালবাসার উদযাপনের দিন আসতে চলেছে আর কিছু দিন পরেই। সেন্ট ভ্যালেন্টাইনের হাত ধরে এই দিনটির শুরু বলে মনে করা হয়। তবে ভ্যালেন্টাইনস ডে তো ১৪ ফেব্রুয়ারি। এর আগে রয়েছে আর সাতটি দিন। সাতটি দিন নিয়ে একটি সপ্তাহ। যুগলদের মুখে সে সপ্তাহের নাম ভ্যালেনটাইনস উইক (Valentine’s Week)। ৭ ফেব্রুয়ারি থেকে এর সূত্রপাত। এক একটি দিন এক একটি ভাবনায় রাঙানো। সেই ভাবনা বা থিমের সঙ্গে জড়িয়ে রয়েছে সম্পর্কের সৌন্দর্যও। ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই দিনগুলির নামেই সেই সুন্দরের কিছুটা ইঙ্গিত মেলে। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে - কীভাবে এই সাত দিন উদযাপন হয় ? 


রোজ ডে (Rose Day) - ৭ ফেব্রুয়ারি রোজ ডে হিসেবে উদযাপন করা হয়। এই দিনটি সঙ্গীকে গোলাপ দিয়ে ভালবাসার প্রকাশ করেন অন্য জন। তবে গোলাপের রঙের একটা আলাদা অর্থ রয়েছে। হলুদ গোলাপ কিন্তু বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ভালবাসার চিহ্ন লাল গোলাপ।


প্রপোজ ডে (Propose Day) - এই দিন আদতে প্রেমের প্রস্তাব জানানোর দিন। নিজের মনের কথা জানাবার জন্য সঠিক সময় ও দিনের অপেক্ষা অনেকেই করে থাকেন। বলা যেতে পারে, তাদের জন্যই এই ২৪ ঘন্টার বিশেষ আয়োজন।


চকোলেট ডে (Chocolate Day) - ভ্যালেনটাইন উইকের তৃতীয় দিন চকোলেট ডে হিসেবে উদযাপন করা হয়। সম্পর্ক গাঢ় করে তোলার একটি বিশেষ সূচক এই চকোলেট। দীর্ঘ দিন ধরেই এমনটা মনে করা হয়। তাই একটি গোটা দিন বরাদ্দ করা হয় এই মিষ্টি দিয়ে সম্পর্ক মধুর করার জন্য।


টেডি ডে (Teddy Day) - ভালবাসার আরেক সূচক উপহার। আর সেই উপহারের মধ্যেই টেডিকে নিয়ে একটি দিন। ভ্যালেনটাইনস উইকের এই দিনটিতে সঙ্গিনীদের টেডি উপহার দেওয়ার রীতি রয়েছে।


প্রমিস ডে (Promise Day) - এই দিনটি উদযাপনের প্রয়োজন যথেষ্ট বলেই মনে করেন অনেক। কারণ,  একসঙ্গে পথ চলার শপথ নেওয়া কঠিন। আর সেই অঙ্গীকারেই এই দিন দুই জন এক হন। তাই এই দিনটি আলাদা করে গুরুত্ব পায়।


হাগ ডে (Hug Day) - কাছের মানুষকে জড়িয়ে ধরলে আসলে সুরক্ষা ও ভরসার গভীর অনুভূতি তৈরি হয়। ভালবাসা সেই অনুভূতিরই উৎসব। তাই ভ্যালেনটাইনস উইকের একটি দিন আলিঙ্গনের নামে বরাদ্দ।


কিস ডে (Kiss Day) - চু্ম্বনের মধ্যে দিয়ে ভালবাসার সুন্দর ও গভীরতম প্রকাশ। ভ্যালেনটাইনস ডে আসার আগের দিন সেই চুম্বনের দ্রবীভূত হওয়ার দিন। তাই উইকের শেষ দিনটি কিস ডে।


আরও পড়ুন - Brain Health Tips: বয়সকালে ব্রেনের রোগ আটকাবে গান ! কীভাবে ?