নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরফে সিবিএসই সারা দেশ জুড়ে ২১টি স্কুলের অনুমোদন বাতিল করেছে। সেই সমস্ত স্কুলগুলিকে (CBSE) নকল স্কুল হিসেবে চিহ্নিত করেছে বোর্ড। এর মধ্যে খোদ রাজধানী দিল্লিতেই রয়েছে ১৬টি স্কুল এবং বাকি ৫টি স্কুল (School Affiliation) রয়েছে রাজস্থানে। এই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এই স্কুলগুলি। সিবিএসই জানিয়েছে এই সমস্ত স্কুলগুলি কেবলমাত্র কাগজে-কলমেই চলত। তাই বাতিল করা হয়েছে অনুমোদন।
দিল্লির এই সমস্ত স্কুলের অনুমোদন বাতিল
দেশের রাজধানী দিল্লিতে বেশ কিছু স্কুলের অনুমোদন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে নারেলার ক্ষেমাদেবী পাবলিক স্কুল, দ্য বিবেকানন্দ স্কুল, আলিপুরের সন্ত ধ্যানেশ্বর মডেল স্কুল, সুলতানপুরী রোডের পিএম মডেল সেকেন্ডারি স্কুল, উত্তর-পূর্ব দিল্লির খঞ্জলের সিদ্ধার্থ পাবলিক স্কুল, রাজীব নগর এক্সটেনশনের রাহুল পাবলিক স্কুল, পশ্চিম দিল্লির চন্দ্রবিহারের ভারতী বিদ্যা নিকেতন, নাঙ্গলোইয়ের ইউএসএম পাবলিক সেকেন্ডারি হাই স্কুল, এসজিএন পাব্লিক স্কুল, এমডি মেমোরিয়াল পাবলিক স্কুল রয়েছে এই তালিকায়। এছাড়াও বাপারোলার আরডি ইন্টারন্যাশনাল স্কুল, মদনপুরের হীরালাল পাবলিক স্কুল, মুঙ্গেশপুরের বিআর ইন্টারন্যাশনাল স্কুল, রোহিনী সেক্টর ২১-এর হংসরাজ মডেল স্কুল, ঢানাসা রোডের কেআরডি ইন্টারন্যাশনাল স্কুল, এমআর ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল ইত্যাদি।
রাজস্থানের এই স্কুলগুলির অনুমোদন বাতিল
দিল্লির এই ১৬টি স্কুল ছাড়াও রাজস্থানের ৫টি স্কুলের অনুমোদন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে শিকরের বিদ্যা ভারতী পাবলিক স্কুল, কোটার শিবজ্যোতি কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, এলবিএস পাবলিক স্কুল, লর্ড বুদ্ধ পাবলিক স্কুল ইত্যাদি।
কেন নেওয়া হল কড়া পদক্ষেপ
সিবিএসই (Central Board of Secondary Education) সেই সমস্ত স্কুলের অনুমোদন বাতিল করেছে যেগুলি শুধুমাত্র কাগজে কলমেই চলত। এইসব স্কুলগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হলেও ক্লাস হত না, স্কুলে লাইব্রেরি বা কম্পিউটার ল্যাবও ছিল না। এমনকী কিছু কিছু স্কুল নিয়মও মানত না সিবিএসইর। এরপরেও এতদিন ধরে সিবিএসইর অনুমোদনে চলত এই স্কুলগুলি। এখন তদন্তের পরে এই সত্য প্রকাশ্যে আসায় বাতিল করা হয়েছে অনুমোদন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: আধার দফতরে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, বেতন মিলবে দেড় লাখ পর্যন্ত
Education Loan Information:
Calculate Education Loan EMI