নয়াদিল্লি : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন (সিবিএসই) অধীনস্ত স্কুলগুলিকে নবম ও একাদশ শ্রেণীর অফলাইন পরীক্ষা কোভিড-১৯ সুরক্ষা প্রোটোকল কঠোর ভাবে অনুসরণ করে নেওয়ার প্রস্তাব দিয়েছে। সেইসঙ্গে ২০২১-২২ এর নয়া শিক্ষাবর্ষ ১ এপ্রিল থেকে চালুরও প্রস্তাব দিয়েছে।
সিবিএসই-র পরীক্ষা নিয়মত সনিয়াম ভরদ্বাজ স্কুলগুলির প্রিন্সিপালদের লেখা চিঠিতে বলেছেন, নবম ও একাদশের পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি চিহ্নিতকরণ ও প্রতিবিধানের জন্য পদক্ষেপ নিতে হবে। উপযুক্ত কোভিড-১৯ সুরক্ষা বিধি কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিলে তা পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি চিহ্নিত করতে সহায়ক হবে এবং নতুন শিক্ষাবর্ষে ব্রিজ কোর্সের মাধ্যমে এ বিষয়টির সমাধান করা যাবে।
চিঠিতে আরও বলা হয়েছে, পরীক্ষা ও ক্লাস শুরু করার ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত সুরক্ষাবিধি অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্দেশ অনুযায়ী, ১ এপ্রিল থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ শুরু করা যেতে পারে।
পরবর্তী সেশন যাতে আরও সুবিন্যস্ত করা যায় তা নিশ্চিত করতে প্রস্তাবগুলি অনুসরণের অনুরোধ স্কুলগুলিকে করেছেন তিনি।
ভরদ্বাজ বলেছেন, বেশিরভাগ রাজ্যেই স্কুল খুলে গিয়েছে এবং কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও স্কুল খুলবে। মুখোমুখি ক্লাসের জন্য স্কুলগুলিকে পুরোপুরি প্রস্তুত হতে হবে এবং পড়ুয়াদের আসার বিষয়টি নিশ্চিত করতে হবে। তা প্র্যাকটিক্যালের কাজ সম্পূর্ণ করার জন্য পড়ুয়াদের স্কুলে আসার পক্ষে সহায়ক হবে।
ভরদ্বাজ বলেছেন, বোর্ড দশম ও দ্বাদশের পরীক্ষার মে-জুনে নতুন করে নির্ঘন্টের সিদ্ধান্ত নিয়েছে কোভিড-১৯ অতিমারী জনিত অস্বাভাবিক পরিস্থিতির কারণে।
এর ফলশ্রুতিতে অনেক স্কুলই নবম ও একাদশের পরীক্ষা ও নতুন শিক্ষাবর্ষ চালু নিয়ে সিবিএসই-র পরামর্শ চেয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের গোড়ায় দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার সূচী ঘোষণা করেছে সিবিএসই। এরপর নবম ও একাদশের ফাইনাল পরীক্ষাও নেওয়ার প্রস্তাব স্কুলগুলিকে দিয়েছে সিবিএসই।
Education Loan Information:
Calculate Education Loan EMI