নয়াদিল্লি: আগামী ২ ফেব্রুয়ারি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের জন্য এই বড়সড় ঘোষণা করেছেন। উল্লেখ্য, দশম ও দ্বাদশের পরীক্ষা কবে হবে, তা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এরইমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ঘোষণা। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সিবিএসই পড়ুয়াদের গত ৪৫ বছরের রেকর্ড ডিজিটালাইজ করবে।
সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হওযার দিনক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন। তখন জানা গিয়েছিল যে, মে মাসে পরীক্ষা শুরু হবে। ৪ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ১০ জুনের মধ্যে শেষ হবে এবং ফলাফল বেরোবে ১৫ জুলাইয়ের মধ্যে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ও সিবিএসই-উভয়ের পক্ষ থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, প্রত্যেক বছরের মতো এবারও কাগজ-কলমে পরীক্ষাগ্রহণ কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা গ্রহণের কোনও সংস্থান থাকছে না বলেই জানানো হয়েছিল।
নিশঙ্ক জানিয়েছিলেন যে, পরীক্ষা সংক্রান্ত কোনও সূচীই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে না। বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১ মার্চ থেকে।

Education Loan Information:

Calculate Education Loan EMI