CBSE Practical Exam: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন ওরফে সিবিএসইর দশম ও দ্বাদশের যে বোর্ড পরীক্ষা হওয়ার কথা আগামী বছর ২০২৫ সালে, তার অন্তর্ভুক্ত প্র্যাক্টিক্যাল পরীক্ষার সূচি জানাল বোর্ড। এমনকী এই পরীক্ষা (CBSE Board Exam) সংক্রান্ত সমস্ত নির্দেশিকাও প্রকাশ করেছে বোর্ড। আগামী বছর ১ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে এই প্র্যাক্টিক্যাল পরীক্ষা (CBSE Practical Exam)। সমস্ত স্কুলগুলিকেও কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশনের পক্ষ থেকে। কী কী নিয়ম রয়েছে ?


দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য স্কুলগুলিকে অবশ্যই বহিরাগত পরীক্ষক নিয়ে আসতে হবে। এই পরীক্ষক নির্বাচন করবে বোর্ড। স্কুলের জন্য সবথেকে বড় নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য সঠিক সময়ে সিলেবাস শেষ হয়ে যায় এবং পড়ুয়ারা ভালমত প্রস্তুতি ও রিভিশন করে নিতে পারে আগে থেকে। স্কুলগুলিকে এও নিশ্চিত করতে হবে যে ল্যাবরেটরির জন্য প্রস্তুতি যেন শেষ হয়ে গিয়ে থাকে। শুধু তাই নয়, ইন্টারনাল পরীক্ষাও শিক্ষকদের সঠিক সময়ে নিয়ে রাখতে হবে। নির্দিষ্ট সময়েই সমস্ত পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় বসতে হবে। কারণ বোর্ডের নিয়মে দ্বিতীয়বার ইন্টারনাল পরীক্ষায় বসার সুযোগ পাবেন না পড়ুয়ারা।


আরও পড়ুন: IIT: ক্যাম্পাসিংয়ে মিলল স্বপ্নের চাকরি, আইআইটির ছাত্রকে ২.২ কোটির বেতনে নিয়োগ করল এই সংস্থা


স্কুলগুলিকে নিশ্চিত করতে হবে এই বিষয়


সমস্ত ছাত্র-ছাত্রীদের এই প্র্যাক্টিক্যাল পরীক্ষার সূচি সম্পর্কে সমস্ত তথ্য জানাতে হবে স্কুলগুলিকে যাতে তারা প্রয়োজনীয় পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে পারে। প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য যাতে যথাযথ প্র্যাক্টিক্যালের উত্তরপত্র মজুত থাকে, তা নিশ্চিত করতে হবে স্কুলকে।


প্র্যাক্টিক্যালে উত্তীর্ণ হওয়া জরুরি


প্র্যাক্টিক্যাল পরীক্ষাতেও থিওরির পাশাপাশি পড়ুয়াদের উত্তীর্ণ হওয়া আবশ্যিক। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালে দশম শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য কোনো বহিরাগত পরীক্ষক নিয়োগ করা হবে না। স্কুলকেই সমস্ত ব্যবস্থা করতে হবে।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI