IIT Bombay Campus Placement: আইআইটি বম্বেতে ইতিমধ্যেই ক্যাম্পাসিং শুরু হয়ে গিয়েছে। আর ক্যাম্পাসিংয়ের প্রথম দিনেই ফিনটেক সংস্থা দ্য ভিঞ্চি ডেরিভেটিভস এই প্রতিষ্ঠানের (IIT Bombay Campus Placement) এক কৃতী ছাত্রকে নিয়োগ করল ২.২ কোটি টাকার বার্ষিক প্যাকেজে। আর এই বছর চমকপ্রদভাবে আইআইটি বম্বের (IIT Bombay) মোট ২৫৮ জন পড়ুয়ার কাছে চাকরির প্রস্তাব এসে জমা হয়েছে যাকে বলা হয় প্রি-প্লেসমেন্ট অফার।
প্রথম দিনে যোগ দিয়েছে WorldQuant এবং IMC
সংবাদসূত্রে জানা গিয়েছে আইআইটি বম্বেতে ৪০টিরও বেশি সংস্থা ক্যাম্পাস প্লেসমেন্টে অংশ নিয়েছে। এদের মধ্যে বেশ কিছু বহুজাতিক সংস্থা এবং কিছু ভারতীয় সংস্থাও রয়েছে। আর এই তালিকায় বাদ পড়েনি ওয়ার্ল্ডকোয়ান্ট এবং আইএমসির মত বিশ্বজোড়া বিখ্যাত সংস্থার নামও। এর আগে বহু ক্যাম্পাস প্লেসমেন্ট সংস্থা নানা ধাপে পড়ুয়াদের ইন্টারভিউ নিয়েছে। আর এই ইন্টারভিউর ভিত্তিতেই প্রার্থী নির্বাচন চলছে এখন।
ওলা এবং ফ্লিপকার্টের মত সংস্থাও যোগ দিয়েছে এই প্লেসমেন্টে
আইআইটি বম্বের ছাত্র-ছাত্রীদের বক্তব্য অনুসারে আগের বছরের বা আগের শিক্ষাবর্ষের ক্যাম্পাসিংয়ের থেকে এই বছর বহু সংস্থা ভাল প্যাকেজ অফার করেছে নিয়োগের জন্য। ওলা এবং ফ্লিপকার্টের মত সংস্থাও যোগ দিয়েছে এই প্লেসমেন্টে। এই সংস্থাগুলিও আইআইটির পড়ুয়াদের ভাল প্যাকেজ অফার করেছে। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্লেসমেন্ট প্রোগ্রাম।
প্রথম দিনে যোগ দিয়েছিল এই বড় বড় সংস্থাগুলি
অনেক বহুজাতিক সংস্থা এবং দেশীয় সংস্থা আইআইটি বম্বের প্লেসমেন্ট প্রোগ্রামের প্রথম দিনে যোগ দিয়েছিল। এর মধ্যে বিখ্যাত ট্রেডিং ফার্ম ওয়ার্ল্ডকোয়ান্ট এবং আইএমসি উল্লেখযোগ্য। আর প্রথম দিনেই দ্য ভিঞ্চি ডেরিভেটিভস ২.২ কোটি টাকার প্যাকেজের চাকরি দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে। মূলত সংস্থার আমস্টারডমের অফিসের জন্য এই নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগের বছর শীর্ষস্থানীয় হেজ ফান্ড ফার্ম জেন স্ট্রিট ৩.৭ কোটি টাকার প্রি-প্লেসমেন্ট অফার দিয়েছিল ছাত্রদের। মুম্বই অফিসের জন্য আইএমসি ট্রেডিং সংস্থা ১ কোটির প্যাকেজ দিয়েছিল এবং মোট ১০ জন পড়ুয়াকে বাছাই করেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; JEE Advanced Exam: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে এই দিনে, কী কী বদল পরীক্ষা পদ্ধতিতে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI