নয়াদিল্লি: ফের শিরোনামে শাহরুখ খানের (Shah Rukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aryuan Khan)। শোনা যাচ্ছে তিনি নাকি ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসির (Larissa Bonesi) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। পরিচালনায় ডেবিউ নিয়ে ব্যস্ত আরিয়ান, সেই আবহেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ক্রিয়াকলাপ নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যাল প্ল্যাটফর্ম 'রেডিট'-এ এক ব্যবহারকারীর দাবি আরিয়ান ও ল্যারিসার মধ্যে তৈরি হচ্ছে 'বিশেষ সম্পর্ক'। কিন্তু কেন এমন মনে হল তাঁর?
ব্রাজিলিয়ান অভিনেত্রীর প্রেমে পড়েছেন শাহরুখ-পুত্র?
সম্প্রতি দেখা গিয়েছে ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বোনেসি ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কিং খান পুত্র। সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রীর মা রেনাটা বোনেসির সঙ্গে রয়েছেন আরিয়ান। তিনি এসেছিলেন মুম্বইয়ে এবং আরিয়ানের থেকে উপহার স্বরূপ 'ডিয়াভল এক্স' জ্যাকেটও পেয়েছেন। ফলে 'ডেটিং' জল্পনা আরও তুঙ্গে উঠেছে। যদিও কেউ এই ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য দেননি।
এখনও এই বিষয়ে আরিয়ান খান, ল্যারিসা বোনেসি বা শাহরুখ খান, কারও তরফেই আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য মেলেনি। অন্যদিকে আরিয়ান তাঁর প্রথম পরিচালনা নিয়ে ব্যস্ত। সিরিজ 'স্টারডম'-এর পরিচালক হিসেবে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, ২০২২ সালে 'SLAB' নামে লাক্সারি লাইফস্টাইল কালেক্টিভে বান্টি সিংহ ও লেটি ব্লাগোভার সঙ্গে হাত মেলান আরিয়ান এবং সেই ব্র্যান্ডের অংশ হিসেবে নিজের ফ্যাশন লাইন 'ডিয়াভল এক্স' লঞ্চ করেন তিনি।
নিজের ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও নিজেই পরিচালনা করেন আরিয়ান। তবে সম্পূর্ণ রূপে তাঁকে পরিচালনায় পা রাখতে দেখা যাবে ওয়েব সিরিজ 'স্টারডম'-এর হাত ধরে। ২০২৩ সালের জুলাই মাসে এই সিরিজের শ্যুটিং শুরু হয়। সূত্রের খবর, এই সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খান, রণবীর কপূর, রণবীর সিংহ, কর্ণ জোহর ও ববি দেওলকে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন লক্ষ্য লালওয়ানি। আরও খবর, এই সিরিজের মূল গল্প কাল্পনিক প্রেক্ষাপটে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।