CBSE Result: পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। ১ মে প্রকাশ পেয়েছিল মাধ্যমিকের ফলাফল এবং ৮ মে জানা গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার অপেক্ষা CBSE-র ছাত্র-ছাত্রীদের ফলাফলের। দশম ও দ্বাদশ শ্রেণির ফল জানা যাবে ২০ মে-র পরেই, জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন। এমনকী CBSE-র অফিসিয়াল ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিবার মে মাসের শুরুতেই জানা যায় এই পরীক্ষার ফল, তবে এবার লোকসভা নির্বাচনের কারণেই সম্ভবত পিছিয়েছে ফল প্রকাশের তারিখ।


জানা গিয়েছে একইদিনে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হবে। আগে দুটি ক্লাসের ফলাফল আলাদা আলাদা দিনে ঘোষণা করা হত। কিন্তু এবার একইদিনে ফলপ্রকাশ হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে এই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি হল - cbseresults.nic.in, results.cbse.nic.in and cbse.gov.in। তবে এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারা যাবে। এর মধ্যে cbse.nic.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, digilocker.gov.in, results.gov.in।


দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৩৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ২০২৪ সালে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চের মধ্যে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। আর ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিলের মধ্যে হয়েছিল সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশনের পক্ষ থেকে জানান হয়েছে পরীক্ষায় ৩৩ শতাংশ।


সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল কীভাবে


এর জন্য আপনাকে প্রথমেই সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


তারপর CBSE Results 2024 লিঙ্কে ক্লিক করতে হবে।


লগ ইন করতে হবে নিজের তথ্য দিয়ে।


রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর বসাতে হবে আপনাকে।


এরপর আপনাকে সিবিএসই ক্লাস ১০, সিবিএসই ১২ লিঙ্কে ক্লিক করতে হবে।


তারপরেই স্ক্রিনে দেখা যাবে আপনার রেজাল্ট।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


 


আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: 'নাচ আমার প্যাশন, হতে চাই নৃত্যশিল্পী' জানালেন উচ্চ মাধ্যমিকে পঞ্চম সুস্বাতী


Education Loan Information:

Calculate Education Loan EMI