Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় Manager Scale II (Mainstream) পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশন। ইতিমধ্যেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in- এ গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে পরীক্ষা। 


কত শূন্যপদে নিয়োগ


জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার স্কেল ২ (মেনস্ট্রিম)- এর ক্ষেত্রে ১০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। 


অ্যাপ্লিকেশন ফি


এই আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা। Schedule Caste/Schedule Tribe/PWBD candidates এবং মহিলাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১৭৫ টাকা। বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য ৮৫০ টাকা। 


নিয়োগপ্রক্রিয়া 


জানা গিয়েছে, যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ বা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে।


কীভাবে আবেদন জানাবেন



  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in- এখানে প্রথমে যেতে হবে 

  • হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে

  • এর পরের পর্যায়ে RECRUITMENT OF MANAGERS IN MIDDLE MANAGEMENT GRADE SCALE II IN MAINSTREAM- এই অপশনে ক্লিক করতে হবে

  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম খুঁজে বের করার পালা

  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে

  • সঠিকভাবে ফর্ম ফিলআপ করতে হবে

  • ফর্ম সাবমিট করার পর নিজের সুবিধার্থে প্রিন্ট আউট নিয়ে রাখা প্রয়োজন 


IBPS Clerk Recruitment 2023


আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার জন্য নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নোটিফিকেশনে জানানো হয়েছে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে অনলাইনে। পরবর্তী কমন রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় এই পরীক্ষা হবে। সেখানে থেকেই ক্লারিকাল ক্যাডার পদের (Clerical Cadre Posts) জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। একাধিক ব্যাঙ্ক এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে। চলতি বছর অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর- এই তিনমাস জুড়ে চলবে পরীক্ষা। আবেদন জমা দেওয়া যাবে শুধুমাত্র অনলাইনেই এবং শেষ তারিখ ২১ জুলাই। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানেই পাওয়া যাবে নোটিফিকেশন, যার থেকে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে। জানা গিয়েছে, ৪০০০- এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে এবারের প্রক্রিয়ার মাধ্যমে। পশ্চিমবঙ্গে রয়েছে ২৪১টি শূন্যপদ। অ্যাপ্লিকেশন প্রিন্ট করিয়ে নেওয়ার শেষদিন ৫ অগস্ট। এখনও পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। 


আরও পড়ুন- মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস


Education Loan Information:

Calculate Education Loan EMI