CISF Recruitment: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই মিলবে চাকরির সুযোগ। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে নিয়োগ শুরু হয়েছে। কনস্টেবল, ফায়ারম্যান সহ মোট ১১০০টিরও বেশি পদে হবে নিয়োগ। যে সমস্ত প্রার্থী এই চাকরির (Recruitment News) জন্য উৎসাহী, তারা এই সংস্থার বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আবেদন করতে পারবেন। এই চাকরির (Govt Jobs) জন্য আবেদন কেবলমাত্র অনলাইনেই করা যাবে। নির্ধারিত সময়ের আগে এই নিয়োগের জন্য ফর্মপূরণ করতে হবে প্রার্থীদের।


এই ওয়েবসাইট থেকে করতে হবে আবেদন


কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এই নিয়োগের মাধ্যমে কনস্টেবল, ফায়ারম্যান সহ মোট ১১৩০টি পদে নিয়োগ করা হবে। ২১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া এবং আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই নিয়োগের জন্য আবেদন করে ফেলতে হবে। CISF-এর অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in  থেকে এই নিয়োগের আবেদন করতে পারবেন উৎসাহী প্রার্থীরা। এই ওয়েবসাইট থেকে শুধু আবেদনই নয়, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ও আপডেট জানতে পারবেন পরীক্ষার্থীরা।


কী যোগ্যতা লাগবে


কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে কাজের জন্য আবেদন করতে গেলে কনস্টেবল বা ফায়ারম্যান পদের জন্য প্রার্থীকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুসারে এই বয়স গণনা করা হবে।


কত ফি দিতে হবে


CISF সংস্থায় কাজের আবেদনের জন্য ১০০ টাকা জমা দিতে হবে আবেদনের ফি হিসেবে। তবে এই ফি শুধুমাত্র অসংরক্ষিত ও ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে, বাকি সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। কয়েক দফা পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। পিইটি পরীক্ষা, পিএসটি পরীক্ষা, নথি যাচাই, লিখিত পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার মাধ্যমেই করা হবে প্রার্থী নির্বাচন।


বেতন কত পাবেন


CISF কনস্টেবল ফায়ারম্যান পদে নির্বাচিত হলে প্রার্থীরা মাসে ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। পে স্কেল লেভেল ৩ অনুযায়ী দেওয়া হবে এই বেতন এবং এর সঙ্গে যথাযথ অ্যালাউয়েন্সও মিলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Recruitment News: ESIC সংস্থায় সহকারী অধ্যাপকের পদে নিয়োগ, কতগুলি শূন্যপদ ? কীভাবে আবেদন করবেন ? 


Education Loan Information:

Calculate Education Loan EMI