আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (CMOH)-এর অফিসে ল্যাব টেকনিশিয়ান ছাড়াও সিসি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত জানতে লগ ইন করুন সাইটে।


করোনাকালে জরুরি ভিত্তিতে নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ারে বাড়ানো হচ্ছে ল্যাব টেকিনিশিয়ান ও সিসি টেকনিশিয়ানের সংখ্যা। বর্তমানে ৭টি পদে নিয়োগ হবে CMOH আলিপুরদুয়ারের অফিসে। আগামী ১৭মে রাখা হয়েছে ইন্টারভিউয়ের তারিখ।


নিয়োগের বিস্তারিত বিবরণ


CMOH আলিপুরদুয়ারে ক্রিটিক্যাল কেয়ার(সিসি)-তে নেওয়া হবে ৫ জন টেকনিশায়ান। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান পদে নেওয়া হবে ২ জনকে।


প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা


আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা চাকরিপ্রার্থীদের ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা বাধ্যতামূলক। অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। প্রার্থী যে প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন, তা যেন অবশ্যই পশ্চিমবঙ্গের মেডিক্যাল ফ্যাকাল্টি বা অন্য কোনও পরিচিত বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত হয়।


ল্যাব টেকনিশিয়ানদের শিক্ষাগত যোগ্যতা


এই ক্ষেত্রেও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। অথবা চাকরিপ্রার্থীদের ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে (বিএসসি/এমএলটি) স্নাতক হওয়া বাধ্যতামূলক। অথবা প্রার্থীর মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। 


বেতন কাঠামো


এই দুই পদের জন্যই নিযুক্ত ব্যক্তিদের ১৭,২২০ টাকা করে বেতন দেওয়া হবে।


ইন্টারভিউ দিতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ১৭ মে আলিপুরদুয়ারে সিএমওএইচ অফিসে যেতে হবে। চাকরির ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীদের বেলা ১১ টা থেকে ১২টার মধ্যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জনাতে রাজ্য সরকারের www.wbhealth.gov.in-এ গিয়ে দেখতে হবে। 



কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন ?



প্রথমে রাজ্য সরকারের www.wbhealth.gov.in-এ ঢুকুন। হোমপেজে কেরিয়ার অপশনে রিক্রুটমেন্ট সিলেকশনে যান। সেখানে সিসি টেকনিশিয়ান ও ল্যাব টেকনিশিয়ানদের জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলেই পিডিএফ উইন্ডো খুলে যাবে। 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI