নন্দীগ্রাম : নন্দীগ্রামে CMOH অফিসে চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার, ডাক্তার নিয়োগ করা হবে। আগামী ২৪ মে শুরু হচ্ছে ইন্টারভিউ। সব মিলিয়ে ১০টি পদে হবে নিয়োগ।
জব সামারি
মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি)
নন্দীগ্রামে মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি) পদে ৪ জনকে নিয়োগ করা হবে। তাঁদের অবশ্যই স্টেট কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) দ্বারা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএম ডিগ্রি থাকতে হবে। বাছাই চাকরিপ্রার্থীরা নিযুক্ত হলে মাসে ৪০,০০০ টাকা করে বেতন পাবেন।
স্পেশ্যালিস্ট মেডিসিন
স্পেশ্যালিস্ট মেডিসিন পদে সিএমওএইচ অফিসে ২ জনকে নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এমডি ইন মেডিসিন। স্টেট কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) দ্বারা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমডি ইন মেডিসিন ডিগ্রি থাকতে হবে। এই ক্ষেত্রে নিযুক্তদের চুক্তির ভিত্তিতে মাসে ৫০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
স্পেশ্যালিস্ট অ্যানাস্থেসিয়া
নন্দীগ্রামে সিএমওএইচ অফিসে স্পেশ্যালিস্ট অ্যানাস্থেসিয়া পদে ২ জনকে নিয়োগ করা হবে। এদের শিক্ষাগত যোগ্যতা এমডি ইন অ্যানেস্থেসিয়া হওয়া বাধ্যতামূলক। অথবা অ্যানেস্থেসিয়া ডিপ্লোমা হোল্ডাররা এই পদে আবেদন করতে পারবেন। স্টেট কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) দ্বারা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট লাভ করতে হবে। এদের প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।
স্পেশ্যালিস্ট রেসপিরেটরি মেডিসিন
স্পেশ্যালিস্ট রেসপিরেটরি মেডিসিন পদেও ২ জনকে নিয়োগ করা হবে সিএমওএইচ-এ অফিসে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের রেসপিরেটরি মেডিসিনে ডিপ্লোমা অথবা এমডি হতে হবে। স্টেট কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) দ্বারা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেট লাভ করতে হবে। এদেরও মাসিক বেতন ৫০,০০০ টাকা।
বয়সসীমা- উপরের ১০ পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ৬০ বছরের বেশি হলে চলবে না। তবে এসসি, এসটি ও ওবিসিদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিছু শিথিলতা দেওয়া হয়েছে। এদের সবাইকেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে। আগামী ২৪মে থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ইন্টারভিউ। সরকারি ছুটি শনি, রবিবার ছাড়া কাজের দিন চলবে এই ইন্টারভিউ। পদ পূরণ না হওয়া পর্যন্ত ইন্টারভিউ জারি থাকবে।
আবেদনকারীদের নির্দিষ্ট ইন্টারভিউয়ের দিনে সময়মতো নিজেদের প্রামাণ্য যোগ্যতার নথি নিয়ে অফিসে যেতে হবে। ইমেল আইডি-cmohnandigram@gmail.com
Education Loan Information:
Calculate Education Loan EMI