Coal India Recruitment: কর্মী নিয়োগ হবে কোল ইন্ডিয়াতে। ৪১টি শূন্যপদে নিয়োগ হবে মূলত মেডিক্যাল স্পেশালিস্ট ও মেডিক্যাল অফিসার পদে। এই পদে আবেদনের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতেই নিয়োগ হবে কোল ইন্ডিয়ায় (Coal India Recruitment)। নির্বাচিত প্রার্থীরা মাসিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন। কীভাবে আবেদন করবেন ? কারাই বা আবেদনের যোগ্য দেখে নিন বিস্তারিত।


শূন্যপদ


কোল ইন্ডিয়ায় মোট ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট, মেডিকেল স্পেশালিস্ট, সিনিয়র মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার (ডেন্টাল) পদ। সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট ও স্পেশালিস্ট পদে নিয়োগ হবে ৩৭ জন এবং সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে ১১ জন কর্মীকে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত আছে ৪টি আসন।


বয়সসীমা


এক্ষেত্রে কোল ইন্ডিয়ায় (Coal India Recruitment) আবেদন করতে গেলে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। আর সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টাল) বা মেডিকেল স্পেশালিস্ট পদের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।


বেতনক্রম


সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৭০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টাল) ও মেডিকেল স্পেশালিস্ট পদে নির্বাচিত হলে প্রার্থী মাসিক ৬০,০০০ টাকা থেকে শুরু করে ১,৮০,০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।


কীভাবে নির্বাচন হবে


এক্ষেত্রে কোল ইন্ডিয়ার এই নিয়োগের জন্য আলাদা করে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। দিতে হবে পার্সোনাল ইন্টারভিউ। কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ বা নিয়োগ কমিটি ১:১০ অনুপাতে শর্টলিস্ট করে প্রার্থীদের ডাকবে ইন্টারভিউর জন্য। তবে মেডিকেল স্পেশালিস্ট ও সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদের জন্য এই সীমা কার্যকর হবে না।


আবেদন শেষ হবে কবে


বিগত ১২ মার্চ এই পদে (Coal India Recruitment) নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।


কীভাবে আবেদন


কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে এই পদের জন্য আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করতে হবে এবং সেই আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি জুড়ে দিয়ে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে ডাকযোগে। আবেদন শেষের দিনের পরে ডাক এলে সেই আবেদন বাতিল বলেই গণ্য হবে।  


আরও পড়ুন: IAS Success Story: IIT-তে পড়তে পড়তেই UPSC-র প্রস্তুতি, ৭ বছরের শ্রমে মিলল সাফল্য


Education Loan Information:

Calculate Education Loan EMI