CRPF Recruitment 2023: কনস্টেবল নিয়োগ করা হবে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সে (CRPF)। প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে নিয়োগ হতে চলেছে। সিআরপিএফে মোট ১,২৯,৯২৯টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে ১,২৫,২৬২টি শূন্যপদ। বাকি ৪৬৬৭টি শূন্যপদের জন্য মহিলা প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। কেবলমাত্র অনলাইনেই এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। সিআরপিএফের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 


শিক্ষাগত যোগ্যতা


সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের এইসব শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীকে ম্যাট্রিক পাশ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। কেন্দ্রীয় সরকারের স্বীকৃত প্রাপ্ত কোনও বোর্ড বা মাধ্যম অথবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান থেকে পাশ করা হতে হবে প্রার্থীকে। রাজ্য সরকার কিংবা সমতুল্য সেনাবাহিনী থেকে প্রাপ্ত যোগ্যতা (প্রাক্তন সেনা কর্মী) হলেও আবেদন করা যাবে। 


বয়সসীমা


আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য ক্ষেত্রে ৫ বছরের বেশি বয়স সীমায় ছাড় পাওয়া যাবে। 


নিয়োগ প্রক্রিয়া


সিআরপিএফের এইসব শূন্যপদে নির্বাচিত হতে গেলে প্রথমে প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাশ করতে হবে। তারপর হবে লিখিত পরীক্ষা (কনস্টেবল জেনারেল ডিউটি)- র জন্য। 


বেতন কত হতে পারে


২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে সিআরপিএফের এই চাকরিতে। 


SBI Recruitment: কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI)। একাধিক পদে নিয়োগ (Recruitment) করা হবে। ১০৩১টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩ অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, পয়লা এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। অনলাইনেই হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 


Jobs In Kolkata: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হেলথ সায়েন্স ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করবে। সম্প্রতি এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ওই পদের শর্তাবলী পূরণকারী প্রার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। মনে রাখবেন এই চাকরি চুক্তিভিত্তিক ও কেবল প্রজেক্ট পর্যন্ত চলবে। নির্বাচিত আবেদনকারীরা এই ইনস্টিটিউটে নিয়মিত পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদের জন্য প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে ১৩ এপ্রিল, ২০২৩-এ একটি সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।The Institute of Health Sciences,Presidency University,New Town Campus, Kolkata-তে হবে এই ইন্টারভিউ।


আরও পড়ুন- কলকাতায় বোস ইনস্টিটিউটে চাকরির দারুণ সুযোগ, ৪২,০০০ টাকা বেতন


Education Loan Information:

Calculate Education Loan EMI