কলকাতায়: কলকাতায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল CSIR-CGCR। প্রজেক্ট সায়েন্টিস্ট , রিসার্চ ফেলো ছাড়াও আরও বেশ কয়েকটি পদে নিয়োগ করবে সংস্থা। ইচ্ছুক আবেদনকারীদের আগামী ১৪ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে ।
চুক্তির ভিত্তিতে প্রজেক্ট সায়েন্টিস্ট, রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে CSIR-CGCR (সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট)। কলকাতায় সংস্থার ৮টি খালি পদে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
চাকরির সারাংশ
প্রজেক্ট সায়েন্টিস্ট-০১সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট-০১জুনিয়র রিসার্চ ফেলো-০১প্রজেক্টে অ্যাসোসিয়েট I-০১প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-০১সিনিয়র প্রজেক্টে অ্যাসোসিয়েট-০১প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট I-০১প্রজেক্ট অ্যাসোসিয়েট-০১
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
আবেদনের পর চাকরিপ্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিতদের অনলাইনেই নেওয়া হবে ইন্টারভিউ। এই বিষয়ে প্রার্থীকে দিন ও সময় বলে দেওয়া হবে।এ বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীকে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://www.cgcri.res.in-এ নজর রাখতে হবে।
কীভাবে আবেদন করবেন ?
আবেদনে ইচ্ছুকদের নিজের ইমেইল আইডির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে আগে বিশদে জেনেই তবে আবেদন করবেন চাকরিপ্রার্থীরা।সংস্থার অফিশিয়াল ওয়াবসাইট— https://www.cgcri.res.in সংস্থার পুরো নাম-CSIR-Central Glass & Ceramic Research Institute (CSIR-CGCR), Kolkata
আবেদনের দিন- চাকরিপ্রার্থীদের ১৩.০৮.২০২১-১৪.০৮.২০২১ -এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বেতন কাঠামো- চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদের জন্য রয়েছে আলাদা বেতন স্তর। তবে ন্যূনতম বেতন রয়েছে ২০ হাজার টাকা। পদ অনুযায়ী সর্বোচ্চ বেতন ৫৬ হাজার টাকা। এ বিষয়ে সংস্থার বিজ্ঞপ্তির মধ্যেই যাবতীয় বেতন কাঠামো দেওয়া হয়েছে। অনলাইনে সংস্থার অফিশিয়াল সাইটেই দেখা যাবে বেতনের স্তর।
আবেদনকারীর বয়স সীমা
চাকরিপ্রার্থীদের পদ অনুযায়ী বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮-৫০ বছরের ব্যক্তি এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুসারে অনগ্রসর শ্রেণি বা তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্যদের জন্য বয়সের সীমা শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তির মধ্যেই এই বিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। প্রতিটি পদের জন্য রয়েছে আলাদা বয়স সীমা।
Education Loan Information:
Calculate Education Loan EMI