CSIR-CMERI, West Bengal Jobs: রাজ্যে CSIR-CMERI প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২২টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের সদর দফতর দুর্গাপুরে অথবা লুধিয়ানায় নিয়োগ করা হবে প্রার্থীদের।
CSIR-CMERI, West Bengal Jobs: কোন কোন পদে নিয়োগ
CSIR-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)-তে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
TECHNICAL ASSISTANT – 22 POSTS [UR-12, ST-02, OBC-06 and EWS-02]
CSIR-CMERI, West Bengal Jobs: শিক্ষাগত যোগ্যতা
Mechanical/ Production Engg./ Tech অথবা Electrial/ Electronic Engg./ Tech ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও পদ অনুযায়ী Civil Engg./ Tech অথবা Electrical Engg./ Tech Automobile Engg./ Tech-এ ডিপ্লোমা থাকতেই হবে চাকরিপ্রার্থীদের।
অভিজ্ঞতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট কাজে সেই ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
CSIR-CMERI, West Bengal Jobs: বয়সসীমা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের জন্য বয়সে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। OBC -দের জন্য এই ছাড়ের সীমা ৩ বছর ও PWD ক্যাটিগরির ক্ষেত্রে এই বয়সের সীমা ১০ বছর করা হয়েছে।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ট্রেড স্কিল ছাড়াও লিখিত পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। পরবর্তীকালে সেই নম্বর অনুযায়ী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। তার মধ্যে থেকে হবে চূড়ান্ত প্রার্থী বাছাই। পরীক্ষার দিন, সময় ও স্থান সম্পর্কে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে
https://www.cmeri.res.in-এ আবেদনপত্র পাঠাতে হবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা, কাস্টের বিষয়ে জানাতে হবে আবেদনপত্রে।
পরবর্তীকালে আবদনপত্রের প্রিন্টআউটের একটি কপি The Administrative Officer, CSIR-Central Mechanical Engineering Research Institute Mahatma Gandhi Avenue, Durgapur – 713 209 (West Bengal)তে পাঠাতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর। তবে প্রিন্ট আউট পাঠানোর শেষ তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর।
Official website of CSIR-Central Mechanical Engineering Research Institute (CMERI) — https://www.cmeri.res.in
Education Loan Information:
Calculate Education Loan EMI