ব্রিসবেন: অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন যদি থাকে প্যাট কামিন্সের (pat cummins) তো দ্বিতীয় দিন অবশ্যই ট্রাভিস হেডের (travis head)। টেস্টের মঞ্চে একেবারে ওয়ান ডে-র মেজাজে শতরান হাঁকালেন। যদিও অল্পের জন্য নিজের নিশ্চিত সেঞ্চুরি মিস করেন ডেভিড ওয়ার্নার (david warner)। তবে হেডের অপরাজিত সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১৯৬ রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৪৭ রানে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। মার্কাস হ্যারিস মাত্র ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর মার্নাশ লাবুশেনকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ডেভিড ওয়ার্নার। গাব্বার মাঠ বরাবরই পয়া লাবুশেনের কাছে। এদিনও তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়ার্নারের আগেই অর্ধশতরান পূরণ করেন তিনি। ২ জনে মিলে ১৫০ রানের বিশাল পার্টনারশিপও গড়ে তোলেন। তবে ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়ে ৭৪ রানে আউট হয়ে যান লাবুশেন। ইংরেজ স্পিনার জ্যাক লিচের শিকার হন তিনি। এরপর স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মার্ক উডের বলে ১২ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান চলতি সিরিজে অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক।
ক্রিজে আসেন ট্রাভিস হেড। প্রথম কয়েকটি বল একটু দেখে খেললেও এরপরই চালিয়ে খেলা শুরু করেন তিনি। নিজের শতরানের ঠিক ৬ রান আগে রবিনসনের শিকার হন ওয়ার্নার। নিজের ৯৪ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন অজি ওপেনার। তবে হেড এদিন নিজের কেরিয়ারে তৃতীয় টেস্ট শতরান পূরণ করেন। তবে অ্যাশেজের মঞ্চে এটাই প্রথম শতরান তাঁর। দিনের শেষে ১১২ রানে অপরাজিত রয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৪৩ রান তুলে নিয়েছে। হেডের সঙ্গে ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক।
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড, জোর করেই কি কেড়ে নেওয়া হল বিরাটের নেতৃত্ব?