CSIR UGC NET City Slip 2024: কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সংক্ষেপে সিএসআইআর ইউজিসি নেট (CSIR UGC NET 2024) সামনেই। এই পরীক্ষারই সিটি স্লিপ প্রকাশ পেল গতকাল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ এই সিটি স্লিপ (Exam City Slip) প্রকাশ করেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছেন, তারা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সিটি স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। csirnet.ntaonline.in ওয়েবসাইট থেকে এই সিটি স্লিপ কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন।


এই ওয়েবসাইট থেকে সিটি স্লিপ ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজেদের লগ ইন তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ বসাতে হবে ওয়েবসাইটে। আগামী ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত আয়োজিত হবে এই CSIR UGC NET। পুরো পরীক্ষাটাই হবে কম্পিউটার বেসড মোডে। কিছুদিন আগেই হওয়ার কথা ছিল এই পরীক্ষা, কিন্তু বিশেষ কারণে তা স্থগিত হয়ে যায়। এই সিটি স্লিপের মাধ্যমে প্রার্থীরা জানতে পারবেন কোথায় তাদের পরীক্ষাকেন্দ্র পড়েছে।


কবে, কখন পরীক্ষা হবে


নতুন এই সময় নির্ঘন্ট অনুসারে আগামী ২৫, ২৬ এবং ২৭ জুলাই আয়োজিত হবে এই CSIR UGC NET। মূলত দুটি শিফটে হবে এই পরীক্ষা। প্রথম শিফট হবে সকাল ৯টা থেকে ১২টা এবং পরের শিফট হবে বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত। প্রত্যেক প্রার্থীকে তাদের আইডি প্রুফ সঙ্গে করে নিয়ে আসতে হবে।


পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে


এই পরীক্ষায় ২০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। গণিত, বিজ্ঞান, জীবনবিজ্ঞান, রসায়নশাস্ত্রের উপর প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষায়।


কীভাবে ডাউনলোড করবেন সিটি স্লিপ ?


প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অ্যাডমিট কার্ড বা সিটি স্লিপ ডাউনলোড করার জন্য।


তারপর CSIR NET 2024 City Slip বলে একটি ট্যাব দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।


এরপর প্রার্থীদের লগ ইন তথ্য দিতে হবে।


তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সিটি স্লিপ স্ক্রিনে ভেসে উঠবে।


এই স্লিপ ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Success Story: IIT-তে পড়াশোনা, ৮৪ লাখের চাকরি ছেড়ে কাপড় ধোয়া শুরু- কীভাবে ১০০ কোটির সংস্থা গড়লেন অরুণাভ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI