Arunabh Sinha: এমবিএ চায়েওয়ালার নাম আমরা অনেকেই শুনেছি, আইআইটি লন্ড্রিওয়ালার নাম কি শুনেছেন ? দেশের নামী দামী আইআইটি থেকে পাশ করে বহু ছাত্র-ছাত্রীই নিজেদের ব্যবসা গড়ে তোলেন। দেশের অন্যতম জনপ্রিয় উদ্যোগপতিদের (Success Story) মধ্যে এখন বেশিরভাগই আইআইটি থেকে পড়াশোনা করেছেন। তেমনই এক আইআইটির ছাত্র গড়ে তুলেছেন ১০০ কোটির একটি সংস্থা। একসময় কলেজের পড়াশোনার খরচ চালাতে মায়ের গয়না বিক্রি করতে হয়েছিল তাঁকে, আর আজ কোটি টাকার মালিক তিনি। জানেন অরুণাভ সিনহার সাফল্যের কাহিনি (IIT Laundrywala) ? ৮৪ লাখ টাকার প্যাকেজে চাকরি পেয়েছিলেন অরুণাভ (Arunabh Sinha), কিন্তু সেই লোভনীয় চাকরি হেলায় ছেড়ে গড়ে তুলেছেন নিজের সংস্থা U-Clean, নিজের কোম্পানি। কীভাবে সম্ভব হল ?


বিহারের ভাগলপুরে জন্ম ও বড় হয়ে ওঠা অরুণাভ সিনহার। কাজের সূত্রে পরে জামশেদপুরে চলে আসেন তাঁর বাবা, সেখানেই একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি। বেতন খুব একটা বেশি ছিল না, ফলে খুব আর্থিক অনটনের মধ্য দিয়েই দিন কেটেছে তাদের। জানা গিয়েছে, তাদের বাড়ি থেকে ৫ কিমি পথ হেঁটে স্কুলে যেতে হত অরুণাভকে। অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই অরুণাভ মনে মনে ঠিক করেন তিনি আইআইটিতে ভর্তি হবেন, সেখানেই পড়াশোনা করবেন। সেই সময় থেকেই শুরু হয় প্রস্তুতি। একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় ছাত্র-ছাত্রীদের পড়াতেন অরুণাভ।


দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে বম্বে আইআইটি থেকে মেটালার্জি বিভাগে ভর্তি হন অরুণাভ সিনহা। প্রতি সেমেস্টারে তখন ৫০ হাজার টাকা বেতন ছিল কলেজের, আর সেই বেতন দিতে গিয়ে মায়ের গয়নাও বিক্রি করতে হয়েছে অরুণাভকে। পড়াশোনা শেষ করে FranGlobal নামে একটি সংস্থা তৈরি করেন অরুণাভ। ২০১৫ সালে সেই সংস্থাটি বিক্রি করে দেন তিনি এবং উচ্চ পদে ট্রেবো হোটেলস সংস্থায় কাজ করতে শুরু করেন। সেই সময় তাঁর বার্ষিক উপার্জন ছিল ৮৪ লাখ টাকা।


হসপিটালিটি সেক্টরে কাজ করার সময়েই তিনি বুঝতে পারেন যে হোটেলের ৭০ শতাংশ কাজই থাকে লন্ড্রি-সংক্রান্ত। আর সেই অনুপ্রেরণা থেকেই তিনি নিজের লন্ড্রি ব্যবসা শুরু করেন। নিজের সংস্থার নাম দেন 'ইউ ক্লিন' (U-Clean)। এই ব্যবসায় তাঁর স্ত্রী গুঞ্জন সিনহাও অরুণাভকে যথেষ্ট সাহায্য করেছেন।


মাত্র ৫ বছরের মধ্যেই দেশের ১১৩টি শহরে মোট ৩৯০টি স্টোর খুলে যায় ইউ ক্লিন সংস্থার। বর্তমানে তাঁর সংস্থার বার্ষিক টার্নওভার ১১০ কোটি টাকা।


আরও পড়ুন: Recruitment 2024: রেলে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI