নয়াদিল্লি: চলতি মাসেই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা CTET। চলতি বছর ২১ জানুয়ারি এই পরীক্ষা নেবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে ctet.nic.in ওয়েবসাইটে।


কীভাবে ডাউনলোনড করবেন অ্যাডমিট কার্ড?



  • প্রথমে ctet.nic.in এই ওয়েবসাইটে যাবেন

  • admit card/exam city slip এই ডাউনললোড লিঙ্কে ক্লিক করতে হবে।

  • এরপর যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে তা দিয়ে লগ ইন করতে হবে।

  • স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড। সেখান থেকেই করে নেওয়া যাবে ডাউনলোড।


অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরের কাজটাই হল যাবতীয় ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা তা খুঁটিয়ে দেখা। যেমন, পরীক্ষার্থীর নাম, ফটো, সই সব দেখে নিতে হবে। যদি কোনও তথ্য ভুল বা তথ্য দেওয়া না থাকে তাহলে অবশ্যই তা জানাতে হবে CBSE-কে।


পরীক্ষার ধরন:



  • মোট ২০টি ভাষায় ১৩৫টি শহরে এই পরীক্ষা হবে।

  • কম্পিউটার ভিত্তিক বা CBT পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।

  • দু’দফায় এই পরীক্ষা নেওয়া হবে। একেক দফায় পরীক্ষার সময়সীমা আড়াই ঘণ্টা।

  • প্রথম দফার পরীক্ষা হবে সকাল সাড়ে ন’টা থেকে বারোটা এবং দ্বিতীয় দফার পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। 


মহিলা কনস্টেবল পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ (West Bengal Police 2023)। ইতিমধ্যেই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) তরফে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সূচি। অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in –এ গিয়ে দেখা যাবে সম্পূর্ণ সূচি। আগামী বছর ২১ জানুয়ারি মহিলা কনস্টেবল পদের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা। ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিথ দিতে হবে আবেদনকারীকে।


কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?



  • প্রথমে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাই wbpolice.gov.in.- এ যেতে হবে।

  • হোম পেজে ‘Recruitment’ ট্যাবে ক্লিক করতে হবে।

  • এরপরই অ্যাডমিট কার্ডের লিঙ্ক আসবে।

  • অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।

  • এরপরই স্ক্রিনে দেখা যাবে অ্যাডমিট কার্ড।

  • ভবিষ্যতের প্রয়োজনে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: North Bengal Weather: কুয়াশার চাদরে মোড়া ভোর, তুষারপাতের পূর্বাভাস উত্তরের এই জেলায় 


Education Loan Information:

Calculate Education Loan EMI