West Bengal Jobs: রাজ্যের এই জেলায় তিনটি পদে হচ্ছে নিয়োগ।  জেলা কো-অর্ডিনেটর পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে বীরভূম স্যানিটেশন সেল। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের ক্ষেত্রে বীরভূম জেলা পরিষদে আবেদন করতে পারেন।  


Birbhum Jobs: কোন কোন পদে হবে এই নিয়োগ ?
জেলা কো-অর্ডিনেটর (একটি পদ)ও সহকারী জেলা কো-অর্ডিনেটর (কারিগরি)পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে বীরভূমে। পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইন আবেদন আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা স্যানিটেশন সেল,বীরভূম জেলা পরিষদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 27/01/2023।


Jobs In West Bengal: কীভাবে আবেদন করবেন ?
কেবল চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য এই নিয়োগ করা হবে। তবে কাজের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রতি বছর এই চুক্তি রিনিউ করতে পারে। মনে রাখবেন, দু-মাসের নোটিস দিয়ে পরে উভয় পক্ষ এই চুক্তি বাতিল করতে পারে।


West Bengal Jobs: কীভাবে হবে নিয়োগ ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে। লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে করে আবেদনকারী নির্বাচন করা হবে। তবে চাকরিপ্রার্থীর সংখ্যা কম হলে লিখিত পরীক্ষা হবে না।  কেবল সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। চূড়ান্ত প্রার্থী নির্বাচনের আগে প্রার্থীদের  মূল শংসাপত্র জমা দিতে হবে।


Birbhum Jobs: শিক্ষাগত যোগ্যতা
জেলা কো-অর্ডিনেটর,স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ):এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে জনস্বাস্থ্যে এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা বা ন্যূনতম ৩ বছর পল্লী উন্নয়ন/সামাজিক কাজে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার
অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩০-৪০ বছরের মধ্য়ে হতে হবে। মনে রাখবেন, এখানে নিযুক্ত প্রতি মাসে ২৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। প্রতি বছর এই টাকা ৩ শতাংশ করে বৃদ্ধি পাবে।


West Bengal Jobs: কাঙ্খিত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। 


Birbhum Jobs: সহকারী জেলা অর্ডিনেটর (কারিগরি), স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)


এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হতে হবে।


কাঙ্খিত যোগ্যতা- কম্পিউটারের জ্ঞান। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। এই কাজে নিযুক্ত প্রতি মাসে ২৪ হাজার টাকা পাবেন।


আরও পড়ুন: Dream11 : ছুটির দিনে কর্মীদের 'বিরক্ত' করলে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা


Education Loan Information:

Calculate Education Loan EMI