Job News: EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে চাকরির সুযোগ। এই সংস্থায় নিয়োগ চলছে ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্টান্ট ডিরেক্টর পদে। ডেপুটেশনের ভিত্তিতে এই নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের বেতন শুরু হবে মাসে ৫৬,১০০ টাকা থেকে। কলকাতা, চেন্নাই সহ দেশের আরও বেশ কিছু শহরে হবে নিয়োগ। দেখে নিন শূন্যপদ কতগুলি, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
ইপিএফও সংস্থায় ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ২৮টি। দুটি পদেই নিয়োগ হবে সংস্থার অডিট বিভাগে। ডেপুটি ডিরেক্টর হিসেবে ১৩টি ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ১৫টি শূন্যপদ রয়েছে।
কাজের মেয়াদ
মূলত ডেপুটেশনের ভিত্তিতে এই নিয়োগ হবে ইপিএফওতে। এটি কোনও স্থায়ী চাকরি নয়। নির্বাচিত প্রার্থীর সঙ্গে সংস্থার একটি চুক্তি স্বাক্ষরিত হবে যেখানে সর্বোচ্চ ৪ বছর কোনও প্রার্থী এই সংস্থায় কাজ করতে পারবেন। তবে প্রয়োজনে সংস্থা চাইলে ৪ বছরের আগেই প্রার্থীকে অব্যাহতি দিতে পারে।
বেতনক্রম
ইপিএফও সংস্থায় ডেপুটি ডিরেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক লেভেল ১১-এর অনুসারে বেতন পাবেন। অর্থাৎ বেতন শুরু হবে ৬৭,৭০০ টাকা থেকে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা লেভেল ১০ অনুযায়ী বেতন পাবেন। তাঁদের বেতন শুরু হবে ৫৬,১০০ টাকা থেকে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীর বয়স কোনওভাবেই ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।
যোগ্যতা
ডেপুটি ডিরেক্টর পদে কাজের জন্য প্রার্থীকে অবশ্যই বি.কম ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। লেভেল ১০ বেতনক্রমে ন্যূনতম ৫ বছর কোনও সংস্থায় নিয়মিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কাজের জন্য লেভেল ৭ বেতনক্রমে অ্যাকাউন্টস অফিসার বা অডিট অফিসার হিসেবে কোনও সংস্থায় ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।
কাজের স্থান
ডেপুটি ডিরেক্টর হিসেবে নির্বাচিত প্রার্থীরা হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, হাবলি, আহমেদাবাদ, ভোপাল, বান্দ্রা, পুনে, চণ্ডিগড়, চেন্নাই, কলকাতার দফতরে কাজের সুযোগ পাবেন। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত প্রার্থীরা কেবলমাত্র বেঙ্গালুরু, দিল্লি, আহমেদাবাদ, পুনে এবং কানপুরের অফিসে কাজের সুযোগ পাবেন।
কীভাবে আবেদন
এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অফলাইনে করতে হবে। কোনও অনলাইন সুবিধে নেই। ২৯ ফেব্রুয়ারি এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র সমস্ত নথিসহ ডাকযোগে পাঠাতে হবে আগ্রহী প্রার্থীকে।
এই পদে নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানতে নজর রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন: Jobs And Recruitments: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ট্রেনি পদে নিয়োগ, শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI