Jobs In Kolkata: ইএসআইসি কলকাতায় সিনিয়র রেসিডেন্টসেদর (ESIC)জন্য ৬১ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই শূন্যপদগুলি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ও এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিক্যাল কলেজ (ESIC PGIMSR ও ESIC মেডিক্যাল কলেজ) জোকা, কলকাতার জন্য নির্ধারিত করা হয়েছে।
ESIC Kolkata Recruitment: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-এর জন্য আবেদন করতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যগত উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।
ESIC কলকাতা নিয়োগ 2023 পদের বিবরণ এবং শূন্যপদ:
রেসিডেন্সি স্কিমের অধীনে সিনিয়র রেসিডেন্ট (ক্লিনিক্যাল)-
বিভাগ/স্পেশালিটিজ শূন্যপদ
জেনারেল মেডিসিন 03
মনোরোগবিদ্যা 01
শিশুরোগ 01
OBGY 04
জেনারেল সার্জারি 04
অর্থোপেডিকস 01
চক্ষুবিদ্যা 01
অটোরহিনোলারিঙ্গোলজি 01
শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন 02
রেডিওলজি 07
ICU/MICU/ICCU 03
NICU/PICU 04
এনেস্থেশিয়া 02
রেসিডেন্সি স্কিমের অধীনে সিনিয়র রেসিডেন্ট (নন-ক্লিনিক্যাল)-
বিভাগ/স্পেশালিটিজ শূন্যপদ
অ্যানাটমি 05
ফিজিওলজি 03
বায়োকেমিস্ট্রি 03
কম. মেড. 03
ফার্মাকোলজি 04
প্যাথলজি 03
মাইক্রোবায়োলজি 01
FMT 03
জিডিএমও-এর বিরুদ্ধে সিনিয়র রেসিডেন্ট-
বিভাগ/স্পেশালিটিজ শূন্যপদ
জেনারেল মেডিসিন 01
জেনারেল সার্জারি 01
বয়স সীমা:
উপরের পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 45 বছর।
বেতন কাঠামো: মাসে 1,33,640 টাকা বেতন পাবেন নিযুক্তরা।
Employees State Insurance Corporation কলকাতা নিয়োগ 2023-এর নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থী বাছাই হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সেইসাথে এই ধরনের তথ্য কর্মচারী স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC), কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — https:// /www.esic.nic.in
প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে দেখে নিন।
ESIC কলকাতা নিয়োগ 2023 সাক্ষাত্কারের গুরুত্বপূর্ণ তারিখ:
রেসিডেন্সি স্কিমের অধীনে সিনিয়র বাসিন্দাদের জন্য (ক্লিনিক্যাল)-
সাক্ষাত্কারের তারিখ বিভাগ/বিশেষজ্ঞ
05-07-2023 জেনারেল মেডিসিন
মনোরোগবিদ্যা
পেডিয়াট্রিক্স
OBGY
06-07-2023 জেনারেল সার্জারি
অর্থোপেডিকস
চক্ষুবিদ্যা
Otorhinolaryngology
শারীরিক ওষুধ ও
পুনর্বাসন
07-07-2023 রেডিওলজি
ICU/MICU/ICCU
NICU/PICU
এনেস্থেশিয়া
রেসিডেন্সি স্কিমের অধীনে সিনিয়র রেসিডেন্টস (নন-ক্লিনিক্যাল)-
সাক্ষাত্কারের তারিখ বিভাগ/বিশেষজ্ঞ
10-07-2023 অ্যানাটমি
ফিজিওলজি
বায়োকেমিস্ট্রি
কম মেড.
11-07-2023 ফার্মাকোলজি
প্যাথলজি
মাইক্রোবায়োলজি
এফএমটি
জিডিএমও-এর বিরুদ্ধে সিনিয়র বাসিন্দাদের জন্য
সাক্ষাত্কারের তারিখ বিভাগ/বিশেষজ্ঞ
05-07-2023 জেনারেল মেডিসিন
06-07-2023 জেনারেল সার্জারি
Employees State Insurance Corporation(ESIC), কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট - https://www.esic.nic.in
IBPS Clerk Recruitment 2023: প্রকাশিত হয়েছে IBPS Clerk Recruitment 2023–2024 Notification। এই নোটিফিকেশন প্রকাশ করেছে Institute of Banking Personnel Selection (IBPS)। আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার দিনও ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে ১ জুলাই থেকে। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। শোনা যাচ্ছে, ২১ জুলাই পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আইবিপিএস- এর আওতায় ক্লার্ক নিযুক্ত করার জন্য অংশগ্রহণকারী সমস্ত ব্যাঙ্কে কমন রিক্রুটমেন্ট প্রসেস চলে। সেই ভিত্তিতেই এই শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর তাই বলা হচ্ছে, প্রকাশিত রেজিস্ট্রেশনের দিনক্ষণ টেনটেটিভ অর্থাৎ আপাতত এই তারিখ ধরেই এগনো উচিত। পরবর্তী সময়ে দিনক্ষণ বদলও হতে পারে।
Aishwarya Sheoran : মডেলিং করে সফল, প্রথমবারের প্রচেষ্টাতেই UPSC-ও হাতের মুঠোয়
Education Loan Information:
Calculate Education Loan EMI