নয়াদিল্লি: একাধিক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs Recruitment 2022)। বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ম্যানেজার, বিভাগীয় অফিসার, প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হবে। ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (Land Port Authority of India) বিভিন্ন বিভাগে A, B, C গ্রুপে  নিয়োগ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রকের আওতাধীন সারা দেশে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (Integrated check post) একাধিক পদে নিয়োগ করা হবে।




আবেদনের সময়সীমা: 


জানা গিয়েছে, মোট ৪৯টি পদে নিয়োগ করা হবে। যোগ্যতামানের ভিত্তিতে ২৪ জুনের মধ্যে আবেদন করতে হবে সংশ্লিষ্ট পদে।


শূন্যপদ সংক্রান্ত তথ্য:



  • দিল্লির ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় ১৫টি শূন্যপদ রয়েছে।

  • ইন্টিগ্রেটেড চেক পোস্টে ৩৪টি শূন্যপদ রয়েছে।


যোগ্যতামান:



  • B, C গ্রুপে  নিয়োগ করা হবে কম্পিউটারে ব্যবহারের জ্ঞানের ভিত্তিতে। MS Office, e-office, email ইত্যাদি সম্পর্কে সম্মোখ ধারণা থাকতে হবে।

  • আরও তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের https://www.mha.gov.in/notifications/vacancies অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

  • কীভাবে আবেদন করবেন?

  • আবেদনকারীকে চিঠি এবং ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। usgaadnm@lpai.goy.in এই ঠিকানায় ইমেল করা যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে।

  • ভিজিলেন্স ক্লিয়ারেন্সের শংসাপত্র বাধ্যতামূলক।

  • গত ৫ বছরের ACRs/APARs- এর নথি দিতে হবে।

  • দিল্লির খান মার্কেটের ফ্লোর লোক নায়েক ভবনে ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার দফতরে আবেদন পত্র জমা দিতে হবে।

  • ১১ জানুয়ারি ২০২২ –এর বিজ্ঞপ্তি অনুযায়ী কোনও চাকরিপ্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, তাহলে তাঁকে পুনরায় আবেদন করতে হবে না।


বিস্তারিত তথ্য: 



  • বিস্তারিত তথ্যের জন্য ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (Land Port Authority of India) ওয়েবসাইট https://lpai.gov.in/ তথ্য জানা যাবে। 

  • স্বরাষ্ট্র মন্ত্রকের https://www.mha.gov.in/notifications/vacancies অফিশিয়াল ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 


আরও পড়ুন: RRB NTPC CBT 2 Exam Dates: একই দিনে দুই পরীক্ষা, সূচি পরিবর্তনের আর্জি চাকরিপ্রার্থীদের


Education Loan Information:

Calculate Education Loan EMI