নয়াদিল্লি: একই দিনে দুই পরীক্ষা। সূচি পরিবর্তনের আর্জি চাকরিপ্রার্থীদের। আগামী ১২ জুন আরআরবি এনটিপিসি সিবিটি ২ (RRB NTPC CBT 2)- এর পরীক্ষা। ওই একই দিনে পরীক্ষা রয়েছে UPPSC PCS- এর প্রিলিমিনারির। একই দিনে পরীক্ষার দিন ঠিক হওয়ায় বিপাকে পরীক্ষার্থীরা। বাড়ি থেকে দূরে পরীক্ষাকেন্দ্র হলে কী হবে? কীভাবে দুই পরীক্ষা দেবেন তাঁরা? তা নিয়েই দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা। এই আবহে পরীক্ষার সূচি পরিবর্তনের আবেদন জানিয়েছেন তাঁরা।


একই দিনে দুই পরীক্ষায় বিপাকে পড়ুয়ারা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে (RRB NTPC CBT 2) এখনও চিঠি না দিলেও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রয়াগরাজের চেয়ারম্যানের কাছে দিন পরিবর্তনের আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা। এমনটা খবর সূত্রের।  উল্লেখ্য, আরআরবি এনটিপিসি সিবিটি ২ (RRB NTPC CBT 2)-এর লেভেল ৪ এবং লেভেল ৬ –এর পরীক্ষা হয়েছে যথাক্রমে ৯ এবং ১০ মে। লেভেল ২,৩,৫ যেসব পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইতিমধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।


সূত্রের খবর, চলতি বছর RRB NTPC পরীক্ষায় এক কোটি আবেদন পত্র জমা পড়েছে। ভারতীয় রেলের একাধিক জোন এবং ইউনিটে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি বা NTPC-তে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। জুনিয়র ক্লার্ক তথা টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক তথা টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল তথা টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্টেন্ট, সিনিয়র কমার্শিয়াল তথা টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক তথা টাইপিস্ট,সিনিয়র টাইম কিপার পদে নিয়োগ হচ্ছে। CBT প্রথম এবং দ্বিতীয় ধাপের পর টাইপিং স্কিল টেস্ট হবে। তাতে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে এগোতে পারবেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী।


বিএসএফ সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। শীঘ্রই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে। বর্ডার সিকিউরিটি ফোর্সের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাব ইন্সপেক্টর (মাস্টার) এর 8টি পদ, সাব ইন্সপেক্টর (ইঞ্জিন ড্রাইভার) এর 6টি, সাব ইন্সপেক্টর (ওয়ার্কশপ) 2টি পদ, হেড কনস্টেবল (মাস্টার) 52টি, হেড কনস্টেবল (ইঞ্জিন ড্রাইভার) 64টি পদ। , হেড কনস্টেবল (ওয়ার্কশপ) এর 19টি, কনস্টেবল (ক্রু) এর 130টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।


আরও পড়ুন: SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে অবসরপ্রাপ্তদের জন্য চাকরি, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI