HS Physics Last Minute Suggestion : উচ্চমাধ্যমিকের বাছাই করা এই প্রশ্নগুলি অনুশীলন করে যান ফিজিক্স পরীক্ষা দিতে ( পর্ব ২ )

Higher Secondary Exam 2022 : প্রস্তুতির সময় কী কী মনে রাখতে হবে জেনে নিন। বিস্তারিত জানাচ্ছেন, সোমনাথ গুপ্ত (Assistant Teacher), হাতগোবিন্দপুর এম সি হাই স্কুল, পূর্ব বর্ধমান।

Continues below advertisement

পদার্থবিদ্যা পরীক্ষায় ভাল ফল করার কিছু উপায়ঃ

Continues below advertisement

পদার্থবিদ্যা অর্থাৎ Physics নিয়ে অনেককেই চিন্তায় থাকে । কিন্তু কতগুলি উপায় অবলম্বন করলে সহজেই উতরানো যায় । শুধু পড়াশোনা নয়, মাথায় রাখতে হবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার বিষয়টিও। বিস্তারিত জানাচ্ছেন, সোমনাথ গুপ্ত  (Assistant Teacher), হাতগোবিন্দপুর এম সি হাই স্কুল, পূর্ব বর্ধমান। 

আগের পর্বে বেশ কিছু প্রশ্ন সাজেশন হিসেবে তুলে ধরা হয়েছিল। এবার বাকি অংশ।

  • Unit- 2
  • Current Electricity
  • Marks: 3

    1.

    চিত্রে একটি নিস্পন্দ (Balanced) হইটস্টেনে ব্রিজ দেখানো হয়েছে। ‘X’  রোধের মান নির্ণয় করো।

    2. একটি ইলেকট্রিক বাতি দিয়ে 2min সময়ে কতগুলি e-প্রবাহিতহবে? বর্তনীতে তড়িৎপ্রবাহের মান 300mA এবং e-আধান ধরে নাও।




    এইচিত্রে R- এরমানকতহবে?

     

    4. কোন মিশ্র সমবায় কোষ গুলিকে কি রূপে সাজালে বহিবর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে?

    1. ‘সান্ট’ কি? কোন গ্যালভানোমিটারের রোধ 199Ω কত যুক্ত করলে মূল প্রবাহের অংশ গ্যালভানোমিটারে যাবে?

      • Unit: 3
      • Electro-Magnetism, Magnetism.

      Marks: 1

      1. 1 e.m.u.=_____________ a.m.p.
      2. লোরেঞ্জ বলের রাশিমালাটি লেখ।
      3. 1T= 104 Gauss প্রমাণ করো
      4. Cyclotron frequencyএর রাশিমালাটি লেখ

      5.কোন ধরনের তড়িৎ আধানের চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে

      1. Galvanometer এরলঘুগুণককি?

      7. µr= 1) 1+k, 2)1-k, 3)1+k2, 4)1-k2

      1. Diamagnetism এর চৌম্বকগ্রাহীতা (X) কিরূপ?

      2. তড়িৎ চুম্বক নির্মাণের সর্বকৃষ্ট উপাদান পদার্থ হল
        1)ইস্পাত 2)তামা 3)লোহা 4)অ্যালুমিনিয়াম

      10. একটি চুম্বক শলাকাকে অসমচুম্বকক্ষেত্রে রাখা হল । চুম্বকের উপর প্রযুক্ত হবে

    2. -1) একটি বল ও শূন্য টর্ক, 2) একটি টর্ক ও শূন্য বল, 3) শূন্য বল ও শূন্য টর্ক, 4) একটি বল ও একটি টর্ক।

      Marks: 2

      1. বায়োসাভার্টসূত্রেরগাণিতিকরূপটিলেখ
      2. বলরেখারধর্মগুলিলেখ
      3. একটিvolt/m তড়িৎক্ষেত্রএবংচৌম্বকক্ষেত্রেবেগনিয়েপ্রবেশকরলোএরউপরবলেরমাননির্ণয়করো

      4.ভূচুম্বকক্ষেত্রেরমূলউপাদানগুলিকিকি?

      1. চৌম্বকমধ্যরেখারসঙ্গে 450কোনকরেকোনএকবিন্দুতেআপাতবিনতিকোন 300।প্রকৃতবিনতিকোণকত?

       

      Marks:3

      1.লম্ব সমদ্বিখন্ডক এর উপর চৌম্বক ক্ষেত্র নির্ণয় কর।

      2.অ্যাম্পিয়ারের বদ্ধ পথসূত্রের প্রয়োগ করে কোন সলিনয়েড চৌম্বকক্ষেত্র নির্ণয়কর।

      1. a)সুষম চৌম্বকক্ষেত্রে রাখা  তড়িৎবাহী লুপের উপর টর্ক নির্ণয় কর।

      b) পরস্পর চৌম্বকক্ষেত্রের দুটি পরিবাহীর মধ্যে তড়িৎপ্রবাহ হলে তাদের মধ্যে কি রূপ বলক্রিয়া করবে কখন?

      4.অয়-পরা-তির চৌম্বকপদার্থের মধ্যে তিনটি পার্থক্য লেখ।

      1. চৌম্বক দ্বিমেরু কাকে বলে? এর মধ্যে ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো এবংকৃতকার্যের রাশিমালাটিকে বের কর।

        • Unit:4
        • M. Induction, A.C., D.C., Circuit, E.M. Wave

        Marks:1

        1.চৌম্বকপ্রবাহঘনত্ব (B)হল

        1. B=, b.B=c. B=, d.B= Where,

        2.টেসলা (T)কি?

        1. 1 Oe=?
        2. Eddy current কি?

        5.স্বাবেশাঙ্কএরএকককি?

        _________________________________________________________

        Marks: 2

        1. 50 cm. লম্বাএকটিপরিবাহী AB, B=0.01wb/m2ক্ষেত্রপ্রাবল্যএরক্ষেত্রে4m/s বেগেছুটছেযদিবর্তনীররোধ 0.1হয়তবেপরিবাহীতেউদ্ভূতবিভবপার্থক্যেরউৎপন্নক্ষমতানির্ণয়কর।

        2.একটিদৈর্ঘ্যবিশিষ্টতারকেB প্রাবল্যওচৌম্বকক্ষেত্রেসমকোণেV বেগেচালনাকরলেউৎপন্নআবিষ্টতড়িৎচালকেরবলেরমানকতহবে?

        3.যদি+6t+5হয়;তবে t=0.5 secএআবিষ্টপ্রবাহমাত্রারমানকতহবে?

        1. D.C. অপেক্ষাA.C. বেশিবিপদজনককেন?
        2. iac=10 Sin(200)এরসর্বোচ্চপ্রবাহমাত্রারকম্পাঙ্ককত?

         

        Marks: 1

        1.কোন ধারকের © ধার কী প্রতিঘাত হল

         , b),c)  , d) w=কৌণিকবেগ

        2.Wattless current কি?

        3.A.C. ammeter দিয়ে কি পরিমাপ করা হয়?

        1. AC এবং DCপরিবাহীর কোনটিতে Ohm’s lawপ্রযোজ্য?
        2. 220 volt -5 cycles পরিবর্তীবি ভব-প্রভেদের 300 milli-henry মানের একটি বিশুদ্ধ আবেশকযুক্ত আছে এর প্রতিঘাত(X2)কত?

         

        Marks: 3

        1.পরিবর্তীপ্রবাহেরr.m.s.মানবলতেকীবোঝ?

        1. বাড়িতে ‘220V-50 Hz’চিহ্নিত লেন্সের ক্ষেত্রে তাৎক্ষণিক ভোল্টেজ এর রাশিমালা নির্ণয় কর।
        2. L-C-R circuit এর ক্ষেত্রে প্রতিরোধ‘Z’ এর রাশিমালা লেখ।
        3. লেঞ্জের সূত্র থেকে শক্তিরসংরক্ষণ এর শক্তিরসংরক্ষণসূত্র থেকে প্রথমটি প্রতিষ্ঠা করো।
        4. তড়িৎচুম্বকীয়আবেশসংক্রান্তফ্যারাডেরসূত্রবিবৃতকরো।আবিষ্টতড়িৎচালকবলেরঅভিমুখকিরূপেনির্ণয়করবে।
          • Unit:4
          • M. Induction, A.C., D.C., Circuit, E.M. Wave

          Marks:1

          1.চৌম্বকপ্রবাহঘনত্ব (B)হল

          1. B=, b.B=c. B=, d.B= Where,

          2.টেসলা (T)কি?

          1. 1 Oe=?
          2. Eddy current কি?

          5.স্বাবেশাঙ্কএরএকককি?

          _________________________________________________________

          Marks: 2

          1. 50 cm. লম্বাএকটিপরিবাহী AB, B=0.01wb/m2ক্ষেত্রপ্রাবল্যএরক্ষেত্রে4m/s বেগেছুটছেযদিবর্তনীররোধ 0.1হয়তবেপরিবাহীতেউদ্ভূতবিভবপার্থক্যেরউৎপন্নক্ষমতানির্ণয়কর।

          2.একটি দৈর্ঘ্য বিশিষ্ট তারকে B প্রাবল্য ও চৌম্বকক্ষেত্রে সমকোণেV বেগে চালনা করলে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালকের বলের মান কত হবে?

          3.যদি+6t+5হয়;তবে t=0.5 secএ আবিষ্ট প্রবাহমাত্রার মান কত হবে?

          1. D.C. অপেক্ষা A.C. বেশি বিপদজনক কেন?
          2. iac=10 Sin(200)এর সর্বোচ্চ প্রবাহমাত্রার কম্পাঙ্ক কত?

           

          Marks: 1

          1.কোনধারকের © ধার কী প্রতিঘাত হল

           , b),c)  , d) w=কৌণিক বেগ

          2.Wattless current কি?

          3.A.C. ammeter দিয়ে কি পরিমাপ করাহয়?

          1. AC এবং DCপরিবাহীর কোনটিতে Ohm’s lawপ্রযোজ্য?
          2. 220 volt -5 cycles পরিবর্তী বিভব-প্রভেদের300 milli-henry মানের একটি বিশুদ্ধ আবেশক যুক্ত আছে এর প্রতিঘাত(X2)কত?

           

          Marks: 3

          1.পরিবর্তীপ্রবাহের r.m.s.মান বলতে কী বোঝ?

          1. বাড়িতে ‘220V-50 Hz’চিহ্নিত লেন্সের ক্ষেত্রে তাৎক্ষণিক ভোল্টেজ এর রাশিমালা নির্ণয় কর।
          2. L-C-R circuit এর ক্ষেত্রে প্রতিরোধ‘Z’ এর রাশিমালা লেখ।
          3. লেঞ্জের সূত্র থেকে শক্তিরসংরক্ষণ এর শক্তির সংরক্ষণসূত্র থেকে প্রথমটি প্রতিষ্ঠাকরো।
          4. তড়িৎ চুম্বকীয় আবেশসংক্রান্ত ফ্যারাডের সূত্র বিবৃত করো।আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কিরূপে নির্ণয় করবে।

            ( পরবর্তী পর্বে চোখ রাখুন )

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola