কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চমাধ্যমিকে এবার সবাই পাস। ফল প্রকাশের দিন, পাসের হার ছিল ৯৭.৬৯শতাংশ। এখন পাসের হার ১০০ শতাংশ। জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরপরও উত্তীর্ণ পরীক্ষার্থীরা ফল রিভিউ-এর সুযোগ পেয়েছেন।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদর সভাপকি মহুয়া দাস জানিয়েছেন, এবারের উচ্চমাধ্যমিকে পাসের হার ১০০ শতাংশ।


সবাই পাস।  ফেল করেও পাস। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও এবার সবাই পাস। অর্থাত্‍, পাসের হার ১০০ শতাংশ।অথচ, ফল প্রকাশের দিন, পাসের হার ছিল ৯৮ শতাংশ।এরপরই পাস করানোর দাবিতে, জেলায় জেলায় বিভিন্ন স্কুলে কার্যত তাণ্ডব শুরু করে ফেল করা পড়ুয়ারা।


 কোথাও রাস্তা অবরোধ, কোথাও স্কুলে ভাঙচুর। অসন্তোষের আঁচ পৌঁছয় শিক্ষামন্ত্রীর পাড়া থেকে সংসদের দফতর পর্যন্ত।ঘটনার জেরে, সংসদ সভাপতির ডাক পড়ে নবান্নে।  স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন ও সংসদ সভাপতি মহুয়া দাসকে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নিতে বলেন মুখ্যসচিব।সেইমতো, স্কুলের প্রধান শিক্ষকদের থেকে অকৃতকার্য পরীক্ষার্থীদের আবেদন পুনরায় নেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে, এবার পাস করলেন অকৃতকার্যরাও। সংসদ সভাপতির গলায় মানবিক সরকারের প্রসঙ্গ।


 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেছেন, ১০০ শতাংশ পাস। আবেদন করেছে, ফেল করা সবাইকে পাস করানো হয়েছে। যাঁরা পরীক্ষার জন্য আবেদন করেনি, তাঁরা ছাড়া সকলেই পাস। পরিবর্তিত মার্কশিট পাঠিয়ে দিয়েছি। আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকে এবার নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২।সংসদ সূত্রে খবর, যাঁরা মূলত একাদশের বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, কিম্বা পাস নম্বর পাননি। অথবা দ্বাদশের প্র্যাকটিকালে ফেল করেছিলেন, তাঁরাই প্রাথমিক ফলপ্রকাশে অকৃতকার্য হন।  উচ্চ মাধ্যমিকে এবার ছিল রিভিউ-র সুযোগ। 


সংসদ সূত্রে খবর, আবেদনকারীর সংখ্যা প্রায় ১৪ হাজার ২০০।


এবার করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিশেষ মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ করা হয়েছে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI