HPCL Recruitment News: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সংস্থায় নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এই সংস্থায় ফিক্সড টার্ম রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটেই (Recruitment News) এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এই নিয়োগের (Hindustan Petroleum Recruitment) জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করে ফেলতে হবে।
বায়ো সায়েন্স, মাইক্রোবায়োলজি কিংবা বায়ো টেকনোলজি বিষয়ে যে সমস্ত প্রার্থীরা গবেষণা করেছেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাদের জন্য এই নিয়োগ এক আকর্ষণীয় সুযোগ। গবেষণা জগতে কেরিয়ার গড়ার জন্য সুযোগ দিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থা। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন, তারা এভাবে এই সংস্থায় আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনি জানতে পারবেন।
কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে
হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় ফিক্সড টার্ম রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজের জন্য প্রার্থীদের অবশ্যই বায়োসায়েন্স, মাইক্রোবায়োলজি কিংবা বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এই পদটি সম্পূর্ণরূপে গবেষণা সম্পর্কিত একটি পদ, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, মেধা এবং গবেষণার অভিজ্ঞতাই এখানে মুখ্যরূপে যাচাই করা হবে।
বয়সসীমা
যে সমস্ত আগ্রহী প্রার্থী হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থায় কাজ করতে চাইছে সহায়ক গবেষক হিসেবে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমাও রয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীদের বয়স কখনই ৩২ বছরের বেশি হওয়া যাবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে।
কত বৃত্তি পাবেন
যে সমস্ত প্রার্থী এই সংস্থায় ফিক্সড টার্ম রিসার্চ অ্যাসোসিয়েট পদে নির্বাচিত হবেন, তারা হিন্দুস্তান পেট্রোলিয়ামের পক্ষ থেকে মাসে ৬৫ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা বেতন পাবেন। একে বেতন বলা যায় না, বৃত্তি হিসেবেই এই টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতার উপর নির্ভর করে এই বৃত্তির অঙ্ক নির্ধারণ করা হবে। একটি নির্দিষ্ট সময়ের জন্য এই সংস্থায় গবেষণা প্রকল্পগুলিতে কাজের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী। আরও বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীকে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI