Higher Secondary Result 2021:: পাসের হারে সর্বোচ্চ বীরভূম, উচ্চ মাধ্যমিকে কোন জেলায় কত পাসের হার, রইল তালিকা

পাসের হারে রাজ্যে ওপরের দিকে রয়েছে আলিপুরদুয়ার, মালদা, নদিয়া, দার্জিলিং।

Continues below advertisement

কলকাতা : পরীক্ষাহীন উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে মোট পাসের হার ৯৭.৬৯ শতাংশ। গতবারের থেকে যা প্রায় সাড়ে ৭ শতাংশ বেশি। গতবার যেখানে গোটা রাজ্যের পাসের হার ছিল ৯০.১৩ শতাংশ, সেখানে এবারে রাজ্যের সব জেলাতেই পাসের হার তার থেকে বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত ফলাফল জানাচ্ছে, রাজ্যের জেলাওয়াড়ি ফলাফলে এবারে সর্বনিম্ন পাসের হার ৯৫.৬৫ শতাংশ। সর্বোচ্চ ৯৮.৫৬ শতাংশ। পাসের হারে এবারে রাজ্যের মধ্যে সবথেকে এগিয়ে বীরভূম জেলা। যার পর রয়েছে যথাক্রমে আলিপুরদুয়ার, মালদা, নদিয়া, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা সুলতানা রাজ্যে সর্বোচ্চ ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছেন। এদিকে, ৯৬ শতাংশের বেশি কলকাতার পাসের হার হয়েও রাজ্যের জেলাগুলির বিচারে তা রয়েছে একেবারে শেষের দিকে।

Continues below advertisement

একঝলকে জেলাভিত্তিক পাসের হার-

  • বীরভূম- ৯৮.৫৬ শতাংশ
  • আলিপুরদুয়ার- ৯৮.৪৪ শতাংশ
  • মালদা- ৯৮.৩২ শতাংশ
  • নদিয়া- ৯৮.২৭ শতাংশ
  • দার্জিলিং- ৯৮.১৮ শতাংশ
  • দক্ষিণ দিনাজপুর- ৯৮.১৬ শতাংশ
  • মুর্শিদাবাদ- ৯৮.১৪ শতাংশ
  • উত্তর দিনাজপুর- ৯৮.১১ শতাংশ
  • কোচবিহার- ৯৮.০১ শতাংশ
  • জলপাইগুড়ি- ৯৭.৯৬ শতাংশ
  • পূর্ব বর্ধমান- ৯৭.৯২ শতাংশ
  • পুরুলিয়া- ৯৭.৮৪ শতাংশ
  • উত্তর ২৪ পরগনা- ৯৭.৬৩ শতাংশ
  • হুগলি- ৯৭.৫৩ শতাংশ
  • বাঁকুড়া- ৯৭.৫১ শতাংশ
  • পশ্চিম মেদিনীপুর- ৯৭.৩৫ শতাংশ
  • দক্ষিণ ২৪ পরগনা- ৯৭.৩২ শতাংশ
  • পূর্ব মেদিনীপুর- ৯৭.১৬ শতাংশ
  • পশ্চিম মেদিনীপুর- ৯৭.১২ শতাংশ
  • হাওড়া- ৯৬. ৯২ শতাংশ
  • কলকাতা- ৯৬.৮১ শতাংশ
  • ঝাড়গ্রাম- ৯৬.৭২ শতাংশ
  • কালিম্পং- ৯৫.৬৫ শতাংশ
  • মোট রাজ্যে পাসের হার- ৯৭.৬৯ শতাংশ

মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও সরাসরি তাদের ফলাফল দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে। পরীক্ষা না হওয়ায় যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, তাই wb12.abplive.com ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই জানা যাবে রেজাল্ট। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের মতোই প্রকাশিত হয়নি মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola