Education Loan Information:
Calculate Education Loan EMIভারতে প্রথম, মাত্র ১৪ বছর বয়সে স্নাতক হল হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2020 08:19 AM (IST)
সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় ভারতের প্রথম পড়ুয়া হিসেবে মাত্র ১৪ বছর বয়সে জনসংযোগ ও সাংবাদিকতায় স্নাতক হল হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল। এর আগে ৭.৫ জিপিএ সহ মাত্র ৯ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অগস্ত্য।
হায়দরাবাদ: সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় ভারতের প্রথম পড়ুয়া হিসেবে মাত্র ১৪ বছর বয়সে জনসংযোগ ও সাংবাদিকতায় স্নাতক হল হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল। এর আগে ৭.৫ জিপিএ সহ মাত্র ৯ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অগস্ত্য। ১১ বছর বয়সে ৬৩ শতাংশ নম্বর নিয়ে সে ইন্ডারমিডিয়েট দ্বিতীয় বর্ষের পরীক্ষায় পাশ করেছিল। অগস্ত্য হায়দরাবাদের ইউসুফগুড়া সেন্ট মেরি কলেজ থেকে স্নাতক হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলোতেও পারদর্শী অগস্ত্য জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। এ থেকে জেড পর্যন্ত সে মাত্র ১.৭২ সেকেন্ডে টাইপ করতে পারে। অগস্ত্য দুহাতেই লিখতে সিদ্ধহস্ত। অগস্ত্য সঙ্গীতশিল্পী ও পিয়ানো বাদক। সে আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তাও। সবমিলিয়ে অগস্ত্য বহুমুখী প্রতিভার অধিকারী। তার বাবা-মা বলেছেন, প্রত্যেক শিশুরই বিশেষ গুণ রয়েছে। তাই বাবা-মারা যদি এই বিশেষ গুণাবলীর দিকে ব্যক্তিগত নজর দেন, তাহলে তারা নিজস্ব ক্ষেত্রে ইতিহাস গড়তে পারে। মাত্র দুই বছর বয়সে সে ৩০০-র বেশি প্রশ্নের উত্তর দিতে পারত। বাবা-মায়ের তত্ত্বাবধানেই তার প্রশিক্ষণ। অগস্ত্যর বাবা-মা বলেছেন, আমরা খেলার ছলে ওকে শিখিয়েছি। আর সব সময়ই ওকে বিষয়টা বুঝে নিয়ে নিজের ভাষায় রপ্ত করতে শিখিয়েছি। ও সব সময়ই প্রচুর প্রশ্ন করে এবং আমরা বাস্তবসম্মতভাবে সেগুলির উত্তর দিই। আমরা ওতে হাতের লেখা ও স্মরণশক্তির অভ্যেস শিখেয়েছি। সবটাই খেলার ছলে। ভাষা ও অঙ্ক আমরা ওকে পদ্ধতিতে শিখেয়েছি।