পড়াশোনার পাশাপাশি খেলাধূলোতেও পারদর্শী অগস্ত্য জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। এ থেকে জেড পর্যন্ত সে মাত্র ১.৭২ সেকেন্ডে টাইপ করতে পারে। অগস্ত্য দুহাতেই লিখতে সিদ্ধহস্ত।
অগস্ত্য সঙ্গীতশিল্পী ও পিয়ানো বাদক। সে আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তাও। সবমিলিয়ে অগস্ত্য বহুমুখী প্রতিভার অধিকারী। তার বাবা-মা বলেছেন, প্রত্যেক শিশুরই বিশেষ গুণ রয়েছে। তাই বাবা-মারা যদি এই বিশেষ গুণাবলীর দিকে ব্যক্তিগত নজর দেন, তাহলে তারা নিজস্ব ক্ষেত্রে ইতিহাস গড়তে পারে।
মাত্র দুই বছর বয়সে সে ৩০০-র বেশি প্রশ্নের উত্তর দিতে পারত। বাবা-মায়ের তত্ত্বাবধানেই তার প্রশিক্ষণ।
অগস্ত্যর বাবা-মা বলেছেন, আমরা খেলার ছলে ওকে শিখিয়েছি। আর সব সময়ই ওকে বিষয়টা বুঝে নিয়ে নিজের ভাষায় রপ্ত করতে শিখিয়েছি। ও সব সময়ই প্রচুর প্রশ্ন করে এবং আমরা বাস্তবসম্মতভাবে সেগুলির উত্তর দিই। আমরা ওতে হাতের লেখা ও স্মরণশক্তির অভ্যেস শিখেয়েছি। সবটাই খেলার ছলে। ভাষা ও অঙ্ক আমরা ওকে পদ্ধতিতে শিখেয়েছি।
Education Loan Information:
Calculate Education Loan EMI