নয়াদিল্লি: গ্রুপ 'সি' সিভিলিয়ান পদে নিয়োগ করছে ভারতীয় বায়ুসেনা । দেশের বিভিন্ন ইউনিটে ১৫০০ পদে নিয়োগ করবে তারা। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় বায়ুসেনা চাকরি করতে চান? ছোট থেকেই ভারতীয় বায়ুসেনার বিষয়ে কৌতুহল। এবার তাহলে সেই কৌতুহলের নিষ্পত্তি হতে পারে। ভারতীয় বায়ুসেনায় গ্রুপ 'সি' সিভিলিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশদে জানতে যেতে হবে Indianairforce.nic.in-এ। সেখানেই নিয়োগের যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন আবেদনকারীরা। গত ৩ এপ্রিল বিজ্ঞপ্তি জারি হয়েছে ওয়েবসাইটে। ৩০ দিনের মধ্যে ভারতীয় বায়ুসেনার গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে আবেদন করা যাবে।

ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন এয়ার কমান্ড ইউনিট, ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইউনিট, সাউদার্ন এয়ার কমান্ড ইউনিট, সেন্টার্ল এয়ার কমান্ড ইউনিট, মেনটেনেন্স এয়ার কমান্ড ইউনিট ছাড়াও ট্রেনিং কমান্ড ইউনিটে এই নিয়োগ হবে। ১৫০০ পদে নিয়োদ করবে ইন্ডিয়ান এয়ার ফোর্স।

নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে সব আবেদনকারীর। পরবর্তীকালে শারীরিক সক্ষমতার টেস্ট নেবে কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার মধ্যে জেনারেল ইনটেলিজেন্স, জেনারেল ইংলিশ ছাড়াও থাকবে রিজনিং, জেনারেল নলেজ ও নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের প্রশ্ন। এই পরীক্ষাগুলি থেকেই পছন্দের প্রার্থী বাছাই করা হবে।

ভারতীয় বায়ুসেনার পদে চাকরির কী যোগ্যতা প্রয়োজন?

বয়স সীমা- ইন্ডিয়ান এয়ার ফোর্সে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। কোনওভাবেই আবেদনকারীর বয়স যেন আবেদনের শেষদিনের মধ্যে ২৫ বছর না ছাড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির জন্য বয়স-সীমা শিথিল করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীদের অফিশিয়াল নোটিফিকেশন দেখতে হবে। কারণ প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ওয়েবসাইটে রয়েছে তার বিস্তারিত বিবরণ।

আবেদনের প্রক্রিয়া-অনলাইনে বিজ্ঞপ্তি জারি হলেও অফলাইনেই আবেদনের ফর্ম পূর্ণ করতে হবে প্রার্থীকে। ফর্ম প্রিন্ট আউটের সঙ্গে রাখতে হবে নোটিফিকেশনের বিবরণ। পরে সব ডকুমেন্টসের কপি অ্যাটাসটেড করে তা পাঠাতে হবে নির্ধারিত এয়ার কমান্ড স্টেশনে। খামের ওপরে অবশ্যই আবেদনের পদ ও ক্যাটিগরি লিখতে হবে। প্রতি পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে।  

বেতন কাঠামো- বাছাই করা প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুসারেই স্যালারি পাবেন। ভারতীয় বায়ুসেনার লেভেল ১-৫ পর্যন্ত যা বেতন কাঠামো সেই অনুযাযী বেতন পাবেন তারা। টিএ, ডিএ হাউজ রেন্ট অ্যালাউন্স নিয়ে তাদের মাসিক বেতন ২৩,৫৫৩ থেকে ৩৮,৬০৬ টাকা হবে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI