Sriram's IAS Coaching: ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি করানোই এই কোচিংয়ের কাজ। কিন্তু তারপরেও ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার কারণে উপভোক্তা সুরক্ষা দপ্তরের (IAS Coaching Centre) কোপে পড়ল প্রতিষ্ঠান। ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য হল এই কোচিংকে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর (Misleading Advertisement) কারণে এই ৩ লক্ষ টাকা জরিমানা (UPSC Coaching) করা হয়েছে শ্রীরামস আইএএস সংস্থা।
একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, উপভোক্তা সুরক্ষা মন্ত্রক, খাদ্য ও জন সরবরাহ দফতর জানিয়েছে যে, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) দিল্লির শ্রীরামস আইএএস সংস্থার বিরুদ্ধে ২০২২ সালের ইউপিএসসি সিএসই পরীক্ষা নিয়ে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে এই ধরনের কাজ আদপেই ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন আইনের বিরুদ্ধে গিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে স্পষ্টভাবে, কোচিং সংস্থা এবং অনলাইন এডটেক প্ল্যাটফর্মগুলি উৎসাহীদের আকৃষ্ট করে পরীক্ষায় সফল হয়েছে এমন ছাত্র-ছাত্রীদের নাম, ছবি, ব্যবহার করে থাকে। কিন্তু সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকে না যে তিনি বা তারা আদপে কোন কোর্স বেছে নিয়েছিলেন, কতদিন সেই কোর্স করেছেন তাও উল্লেখ থাকে না।' মন্ত্রক আরও জানিয়েছে যে, এর মাধ্যমে উপভোক্তার অধিকার সুরক্ষিত করা এবং সেই অধিকারকে বিস্তৃত করা মন্ত্রকের দায়িত্ব। সংস্থার লাভের জন্য এক্ষেত্রে বিজ্ঞাপনে কোনও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা যাবে না যা ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন আইনকে লঙ্ঘন করে।
শ্রীরামস আইএএস তাদের বিজ্ঞাপনে লিখেছিল দুটি শব্দবন্ধ '200 plus selections in UPSC CSE 2022' এবং 'We are India's No 1 Pretigious UPSC/IAS Coaching Centre'। সিসিপিএ ভাল করে খতিয়ে দেখেছে যে শ্রীরামস আইএএস সংস্থায় বহু কোর্স অফার করে থাকে, কিন্তু বিজ্ঞাপনে উল্লিখিত ছাত্র-ছাত্রী কোন কোর্স বেছে নিয়েছে তাঁর তথ্য পরিকল্পিতভাবে গোপন করা থাকে। আর এর মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের কাছে এই বার্তা যায় যে উল্লিখিত সফল ছাত্র-ছাত্রীরা এই সংস্থার পেইড কোর্সই নিয়ে পড়াশোনা করে সাফল্য লাভ করেছিল। তবে মন্ত্রক জানিয়েছে, বিজ্ঞাপনে সেই ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া কোর্সের উল্লেখ থাকলে উপভোক্তারা নিজেরা সব তথ্য জেনে সঠিক বিকল্প বেছে নিতে পারতেন। এই অভিযোগের উত্তরে কেবলমাত্র ১৭১ জন সফল ছাত্র-ছাত্রীর নাম ও তথ্য জমা দিতে পেরেছে যেখানে বিজ্ঞাপনে লেখা ছিল ২০০ জনেরও বেশি সফল হয়েছে ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষাতে।
তদন্তে দেখা গিয়েছে এই ১৭১ জনের মধ্যে আবার ১০২ জন এসেছেন সংস্থার ফ্রি ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম থেকে, ৫৫ জন এসেছেন ফ্রি টেস্ট সিরিজ দিয়েছেন সংস্থায়, ৯ জন ছিলেন জেনারেল স্টাডিজ ক্লাসরুম কোর্সে এবং ৫ জন বিভিন্ন রাজ্য থেকে বিনামূল্যে কোচিং নিচ্ছিলেন এই সংস্থা তাও তাদের জন্য রাজ্য সরকার ও সেই ইন্সটিটিউটের মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে বিনামূল্যেই পড়ছিলেন।
আরও পড়ুন: Health Insurance: স্বাস্থ্যবিমা করাবেন ভাবছেন ? বদলে গিয়েছে এই ৫ নিয়ম, দেখে নিয়েছেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI