IAS Success Story: চাকরি করতে করতে প্রস্তুতি, ছুটির দিন পড়াশোনা, এক চান্সেই IAS বাংলার নেহা

ছবি: নেহা বন্দ্য়োপাধ্যায়ের ইন্সটাগ্রাম পেজ
IAS Neha Banerjee: দেশ ছাড়তে চাননি, IIT পাশ করে চাকরি করতে করতে UPSC-এর প্রস্তুতি নিয়েছিলেন। চাকরি করেও টাইম ম্যানেজমেন্ট কীভাবে? এবিপি লাইভের সঙ্গে একান্ত আলাপচারিতায় বললেন তাঁর IAS হয়ে ওঠার গল্প
কলকাতা: আইআইটি খড়্গপুর, সেখান থেকে ক্যাম্পাসিংয়ে চাকরি। নয়ডায় চাকরি করতে করতেই ইচ্ছে UPSC দেওয়ার। তারপর একটা বছর চাকরি করতে করতেই নিরন্তর পড়াশোনা। আর প্রথমবারের চেষ্টাতেই হাতের মুঠোয়
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


