IAS Priya Rani: ছোটবেলায় গ্রামের লোকদের কাছ থেকে এসেছে প্রবল বাধা, মেয়ে হয়ে এত বেশি পড়াশোনা করার কী দরকার ! শহরে কোনওমতে একটা ভাড়ার ঘরে দিন (Success Story) কাটিয়েছেন পড়াশোনার জন্য, বাবা-মা খুব একটা সহায়তা করেননি। পদে পদে এসেছে প্রতিবন্ধকতা। আর একদিন এমন এল যেদিন যারা একসময় বাধা দিয়েছিলেন, তারাই সাফল্যের খবরে উৎফুল্ল হয়ে উঠেছেন। এটাই বিহারের প্রিয়ারানির কাহিনি। আইএএস প্রিয়ারানি (IAS Priya Rani)।


বিহারের ফুলওয়ারি শরীফের কুরকুরি গ্রামে বড় হয়েছেন প্রিয়ারানি। ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ৬৯ র‍্যাঙ্ক অর্জন করে বিহারের ওই প্রত্যন্ত গ্রামের গৌরব বহুগুণে বাড়িয়ে দিয়েছেন তিনি। সেই প্রিয়ারানিকেই একসময় গ্রামের লোক পড়াশোনায় বাধা দিয়েছিল। তবে একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ঠাকুরদা। মনে বল পেয়েছিলেন প্রিয়া। আর সেই জোরেই সব বাধা কাটিয়ে আজ সফল আইএএস তিনি।


এক সাক্ষাৎকারে প্রিয়ারানি বলেন যে ২০ বছর আগে পাটনায় পড়াশোনা করতে পাঠিয়েছিলেন তাঁর ঠাকুরদা। সেই সময় মেয়েকে পড়ানো নিয়ে গ্রামে প্রবল বাধার সম্মুখীন হতে হয়। তবে প্রিয়ারানির বাবা এবং ঠাকুরদা হার মানেননি। পাটনা শহরে ভাড়ার ঘরে কষ্টে দিন কাটিয়েই পড়াশোনা সম্পূর্ণ করেন প্রিয়ারানি।


এরপরেই তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। মেসরার বিআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন প্রিয়ারানি। প্রথমবারে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টাতেই ইউপিএসসি  পাশ করে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে চাকরি পেয়েছিলেন প্রিয়ারানি। কিন্তু তাঁর স্বপ্ন ছিল একজন সফল আইএএস অফিসার হওয়ার। তৃতীয়বারে তাই আবার পরীক্ষা দেন, কিন্তু সেবারেও শিকে ছিঁড়ল না। চতুর্থবারের প্রয়াসে সফল হন প্রিয়ারানি।


প্রিয়ারানি বলেন, মেয়েরাও কারও থেকে কিছু কম নয়। চাকরি পাওয়ার পরেও প্রতিদিন ভোর ৪টের সময় উঠে পড়তে বসতেন প্রিয়ারানি। কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূলে রয়েছে। তাঁর কথায় জীবনের সব থেকে বড় অ্যাসেট বড় সম্পদ হল মানুষের শিক্ষা। তাই নিজের লক্ষ্যের দিকে অবিচল থেকে এগিয়ে যেতে হবে, তবেই মিলবে কাঙ্ক্ষিত সাফল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Recruitment News: ৩৫ হাজারেরও বেশি পদে হবে শিক্ষক নিয়োগ, ৭০ হাজার পর্যন্ত মিলবে বেতন- বড় ঘোষণা এই রাজ্যে


Education Loan Information:

Calculate Education Loan EMI