UPSC Exam: সাফল্যের জন্য অনেক দাম দিতে হয়, স্বীকার করতে হয় অনেকটা ত্যাগ। অনেক কঠোর পরিশ্রমের ফল হিসেবে মেলে কাঙ্ক্ষিত সাফল্য। এর জন্য ধৈর্য দরকার, দরকার অধ্যবসায় ও নিষ্ঠা। আর সেই অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমের নজির গড়েছেন আইএএস সাফিন হাসান (Safin Hasan)। মাত্র ২২ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আড়ালে লুকিয়ে আছে প্রবল দারিদ্র্যের জ্বালা, অভাবের তাড়না। এমনকী যেদিন তাঁর পরীক্ষা (IPS Success Story) ছিল সেদিনই একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন সাফিন। তারপরেও পরীক্ষা দিয়েছেন, নিজের জোরে উত্তীর্ণ হয়েছেন। আর আজ দেশের আগ্রহী পরীক্ষার্থীদের কাছে আইকন হয়ে উঠেছেন তিনি।


১৯৯৫ সালের ২১ জুলাই জন্ম হয় সাফিন হাসানের। গুজরাতের কানোদর গ্রামে বড় হয়েছেন সাফিন এবং সেখানেই পড়াশোনা শুরু করেন প্রাথমিক স্তরে। তাঁর পরিবারের আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে সাফিনের স্কুলে তাঁর একাদশ ও দ্বাদশ শ্রেণির বেতন মকুব করে দেওয়া হয়। কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে সাফিন যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন, সেই সময় সাফিনের (Safin Hasan) আত্মীয়স্বজনেরা তাঁর কলেজের বেতন দিয়েছেন। কলেজের পড়া শেষ করে সাফিন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।


২০০০ সালে সাফিনের পরিবার একটি ডায়মন্ড ইউনিটে কাজ করতেন, কিন্তু কোনও কারণে তাঁদের চাকরি চলে যায়। সংসার সামলানোর জন্য সাফিনের (IAS Success Story) মা বাড়ি বাড়ি রান্নার কাজ নেন, আর বাবা একটি ইটভাটায় ইট তোলার কাজ করতে শুরু করেন সারাদিন। এই টাকায় সংসার চলত না, তাই বাধ্য হয়ে সন্ধেবেলায় বাড়ির কাছেই একটি ছোট দোকান দিয়ে সেখানে সেদ্ধ ডিম বিক্রি করতেন সাফিনের বাবা-মা।


২০১৭ সালেই প্রথম তিনি ইউপিএসসি (IPS Success Story) পরীক্ষায় বসেন। কিন্তু সেই বছরই পরীক্ষার দিন তাঁর সঙ্গে এক অভাবিত দুর্ঘটনা ঘটে যায়। গুরুতরভাবে আহত হন সাফিন হাসান। কিন্তু সেই আহত অবস্থাতেই পরীক্ষা দিতে গিয়েছিলেন সাফিন হাসান (Safin Hasan)। তারপর পরীক্ষা দিয়ে বেরিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর অস্ত্রোপচার হয়, গুরুতর আহত হবার কারণে শুরু হয় ফিজিওথেরাপি। কিন্তু থেমে যাননি সাফিন। নিজের লক্ষ্যে অবিচল থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। আর সেভাবেই ২০১৮ সালে আবার একবার UPSC পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে ৫৭০ র‍্যাঙ্ক অর্জন করেন সাফিন হাসান।


২০১৯ সালে জামনগরের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হন সাফিন হাসান। এক সাক্ষাৎকারে সাফিন জানিয়েছেন, তাঁর স্কুলে একবার এক জেলাশাসক এসেছিলেন, ইউপিএসসি পড়ার প্রেরণা তাঁর থেকেই পেয়েছেন সাফিন। গুজরাত পিএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন সাফিন। দেশের হাজার হাজার ইউপিএসসি উৎসাহীদের কাছে সাফিন হাসান এক আইকন।  


আরও পড়ুন: IAS Success Story: কোচিং ছাড়াই পরপর দু'বার UPSC জয় ! প্রাণিত করবে দিব্যার সাফল্য


Education Loan Information:

Calculate Education Loan EMI