IBPS Clerk 2024: আইবিপিএস- এর (IBPS) তরফে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ক্লার্ক পদে (IBPS Clerk Recruitment 2024) নিয়োগের বিজ্ঞপ্তি। আগামী ২১ জুলাই পর্যন্ত যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে ৬১৪৮টি। আইবিপিএস- এর অফিশিয়াল (IBPS Clerk Examination 2024) ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। যাঁরা এই চাকরির জন্য আবেদন জানাবেন এবং পরীক্ষা দিতে চলেছেন তাঁদের জন্য রইল গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলি জেনে রাখা অতি অবশ্যই জরুরি। 


কোন কোন ব্যাঙ্কে ক্লার্ক হিসেবে চাকরি পেতে পারেন আবেদনকারীরা, রইল তারই তালিকা 


মোট ১১টি ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। এই তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। 


কারা আবেদন করতে পারবেন 


আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে। বয়স হতে হবে ২০ বছরের বেশি এবং ২৮ বছরের কম। জন্মতারিখ হতে হবে ০২.০৭.১৯৯৬ সালের পরে এবং ০১.০৭.২০০৪ সালের আগে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যিক। আবেদনকারীদের কাছে সার্টিফিকেট/ডিপ্লোমা/ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেশন/ল্যাঙ্গুয়েজে। অথবা উচ্চমাধ্যমিক কিংবা কলেজে কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি বিষয় পড়তে হবে। যে জায়গায় আবেদন করছেন সেখানকার ভাষা সম্পর্কে অবগত থাকতে হবে আবেদনকারীদের। 


এবার জেনে নেওয়া যাক পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য 


আইবিপিএস ক্লার্ক ২০২৪- এর পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। মোট ১০০টি প্রশ্ন থাকবে। ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের এই পরীক্ষা দিতে হবে। ইংরেজি ভাষার পরীক্ষায় ৩০টি প্রশ্ন থাকবে, মোট নম্বর ৩০। এরপর থাকবে নিউমেরিকাল এবিলিটি যেখানে ৩৫টি প্রশ্ন থাকবে, মোট নম্বর ৩৫। আর থাকবে রিজনিং এবিলিটি, এখানেই ৩৫টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর থাকবে ২৫। প্রিলিমিনারি পরীক্ষায় তিনটি বিভাগের কাট-অফ মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষার্থীদের। তারপরেই বসা যাবে মেন পরীক্ষায়। কাট অফ মার্কস নির্ধারণ করবে আইবিপিএস কর্তৃপক্ষ। 


মেন পরীক্ষায় থাকবে ১৯০টি প্রশ। মোট নম্বর থাকবে ২০০। পরীক্ষা হবে ১৬০ মিনিটের। অর্থাৎ ২ ঘণ্টা ৪০ মিনিটে। এখানে চারটে বিভাগ থাকবে। General/Financial Awareness- ৫০টি প্রশ্ন, মোট নম্বর ৫০। জেনারেল ইংরেজি- ৪০টি প্রশ্ন, মোট ৪০ নম্বর। রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপ্টিটিউড- ৫০টি প্রশ্ন, মোট নম্বর ৬০। Quantitative Aptitude- ৫০টি প্রশ্ন, মোট ৬০ নম্বর। প্রথম দুই পর্যায়ের পরীক্ষা হবে ৩৫ মিনিট করে। আর শেষের দুই বিভাগের পরীক্ষা হবে ৪৫ মিনিট করে। 


একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ যাবে। কোনও প্রশ্নের উত্তর না দিলে কোনও পেনাল্টি নম্বর পাওয়া যাবে না। 


আরও পড়ুন- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৭০০ পদে হবে নিয়োগ, আবেদনের শেষ দিন কবে ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI